ক’দিন পরেই বাংলার ঘরে ঘরে পালন করা হবে জামাইষষ্ঠী। কিন্তু এবারের জামাইষষ্ঠীর রেশ থাকবে আরও একসপ্তাহ। সৌজন্যে স্টার জলসা। আগামী ১২ জুন রবিবার বিকেল ৫টা থেকে থাকছে জামাইষষ্ঠী স্পেশাল অনুষ্ঠান 'জামাইষষ্ঠী জমজমাট'। তবে শুধুই জামাই নয়, সঙ্গে সমান আদরযত্নে সামিল হবেন বৌমারাও।
বুধবার বিকেলেই স্টার জলসার ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে 'জামাই ষষ্ঠী জমজমাট'-এর প্রোমো। প্রোমোতেই স্পষ্ট খাওয়াদাওয়া,নাচ গান, আড্ডা, খুনসুটিতে জমে উঠবে এই অনুষ্ঠান। লালন, অভ্র, ঋষির মত নতুন জামাইরা তো থাকবেনই সঙ্গে দেখা মিলবে ডিংকা, গঙ্গারাম, শঙ্খ, বিহানদেরও।
প্রোমোতে তিন রকম লুকে ধরা দিয়েছে মোহর, সঙ্গে পিহু-ঋষির মুহূর্তও ধরা পড়েছে । জলসার জুটিদের রঙিন পারফরম্যান্সে যে জামাইষষ্ঠীর অনুষ্ঠান জমে যাবে ইতিমধ্যেই তা স্পষ্ট। পাশাপাশি থাকবে জামাইবরণের মত আচার অনুষ্ঠানও। জামাই ষষ্ঠী যখন তখন পেটপুজো অঙ্গাঙ্গীভাবে জড়িত। জানা যাচ্ছে মেনুতে থাকছে চিংড়ি, মাটনের বিভিন্ন পদ সঙ্গে হরেকরকম মিষ্টি।
ইতিমধ্যেই শুটিং ফ্লোর থেকে নানারকম মজার অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন আলতা ফড়িং-এর অভ্র ও তার শাশুড়িমা রাধারাণী। তাদের কথাতেই স্পষ্ট প্রোমোতে একঝলকে যা দেখা গেল তার থেকেও বেশি চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। আগামী ১২জুন রবিবার ছুটির বিকেলে তাই একদম মিস করবেন না 'জামাইষষ্ঠী জমজমাট'।