বাংলা নিউজ > বায়োস্কোপ > Bengali Silent Film: পূর্ণ দৈর্ঘ্যের নির্বাক ছবি, ‘জুতো’র ভাবনা কীভাবে এল সৌরিশের মাথায়

Bengali Silent Film: পূর্ণ দৈর্ঘ্যের নির্বাক ছবি, ‘জুতো’র ভাবনা কীভাবে এল সৌরিশের মাথায়

পূর্ণ দৈর্ঘ্যের নির্বাক ছবি সৌরিশ দে-এর ‘জুতো’

Bengali Silent Film: ৮০ মিনিটের পূর্ণ দৈর্ঘ্যের নির্বাক ছবি ‘জুতো’। পরিচালনায় সৌরিশ দে। আগামী ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত নজরুল তীর্থে দেখানো হবে এই ছবি। কোথায় থেকে এই ছবির ভাবনা এল সৌরিশের?

চেনা ছকের বাইরে এ যেন এক অন্য গল্প। যে ছবিতে কোনও সংলাপ নেই, অথচ এমন কিছু মানুষের কথা মাথায় রেখে তৈরি, যা সংলাপ না বলেও মানুষের মনে দাগ কাটতে পারে। স্বাধীনভাবে পরিচালিত এই নির্বাক চলচ্চিত্র। নাম ‘জুতো’। ফিচার ফিল্ম পরিচালনায় নবাগত সৌরিশ দে। ছবিতে দুই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভাস্কর দত্ত এবং চলন্তিকা গঙ্গোপাধ্যায়।

নিজের কমলা রঙের জুতোর প্রতি অগাধ ভালোবাসা এক ব্যক্তির। জুতোর ঘোরেই তাঁর দিন কাটে। জুতো পরিষ্কারের সময় প্রেমিকার ফোন এলেও দেখার সময় নেই তাঁর। এমনকি বিরক্ত হয়ে বার বার উপেক্ষা করে সেই ফোন। একদিন হঠাৎই জুতোটা ছিঁড়ে যায়। এরপর? গল্পের শেষেও রয়েছে মজার ট্যুইস্ট। আদ্যোপান্ত মজার মোড়কে তৈরি নির্বাক চলচ্চিত্র ‘জুতো’। 

বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ধরনের ছবি বানানোর কথা মাথায় কী করে এল? হিন্দুস্তান টাইমস বাংলাকে সৌরিশ দে জানিয়েছেন, ‘আসলে ছোট থেকে অনেক শর্ট ফিল্ম বানিয়েছি। তখন থেকেই নির্বাক শর্টফিল্ম বানাতে ভালো লাগত। কারণ বিষয়টা বেশ চ্যালেঞ্জিং বলে মনে হয় আমার। সংলাপ না বলে একটা মানুষের মনে দাগ কাটা, সংলাপ বলে বোঝানোর থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং।'

২০১৬ সালের শেষের দিকে এই ফিচার ফিল্মের স্ক্রিপ্ট লেখা শুরু করেন সৌরিশ। তাঁর কথায়, ‘সেই সময় সলমন খানের একটি ছবি মুক্তি পেয়েছিল। তা নিয়ে মানুষের মধ্যে বেশ একটা উন্মাদনা চলছিল। ঠিক সেই সময় এক প্রেক্ষাগৃহের সামনে দুই মূক-বধির ব্যক্তিকে দেখতে পাই। এক কোণায় দাঁড়িয়ে নিজেদের মধ্যে আকারে-ইঙ্গিতে আলোচনায় ব্যস্ত তাঁরা। কিন্তু ওই পোস্টার বা সলমনের ছবি সম্পর্কে ওঁদের কোনও উত্তেজনাই ছিল না। আমার মনে দাগ কাটে। মনে হয়েছিল ওঁরা হয়তো এই বিষয়টাকে বা মিউজিকগুলি উপভোগ করে না বা করতে পারে না। তাই ছবিটি নিয়ে হয়তো তাঁদের কোনও উত্তেজনাও ছিল না।'

‘জুতো’র প্রেস কনফারেন্সের ছবি
‘জুতো’র প্রেস কনফারেন্সের ছবি
‘জুতো’র প্রেস কনফারেন্সের ছবি
‘জুতো’র প্রেস কনফারেন্সের ছবি

‘তখনই মনে আসল, আমি যেমন নির্বাক শর্টফিল্ম বানাই ছবিটি যদি তেমন হয়, তাহলে হয়তো ওঁরা ভিজ্যুয়াল দেখে উপভোগ করতে পারবে এবং সেই ভিজ্যুয়ালই একটা গল্প বলে দিতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ভাবনার সূত্রপাত।’

ছবির নাম ‘জুতো’ কেন? সৌরিশ জানিয়েছেন, ‘জুতো ভাবনাটা আসলে স্ক্রিপ্ট লিখতে লিখতে এসেছে। কারণ জুতো নিয়ে অনেক মানুষের অবসেশন খেয়াল করেছি। মজার বিষয় হল আমারও কিন্তু একসময় ছিল। কিন্তু ছবিতে যতটা দেখানো হয়েছে এতটাও ছিল না। সেই নিয়েই আমার মাথায় একটা ধারনা আসে, জুতো নিয়ে যদি কোনও মানুষের অবসেশন থাকে, তাহলে সেটা কী হতে পারে। এই পুরো ছবিতে হিসেব মতো জুতোটাকে আসল চরিত্র ধরা যেতে পারে। সেইটা নিয়ে একটা মানুষের একদিনের জার্নি। সেইটা দেখাতে গিয়ে, স্ক্রিপ্টটা লিখতে লিখতে মনে হয়েছে, জুতো-ই যথাযথ নাম হতে পারে।'

আগামী ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত নজরুল তীর্থে দেখানো হবে ‘জুতো’। ৫০ জন মূক-বধির ব্যক্তিদের জন্য ছবি দেখানোর বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ৮০ মিনিটের পূর্ণ দৈর্ঘ্যের এই নির্বাক ছবি সর্বসাধারণের কাছে আনতে চেয়েছিলেন সৌরিশ। চারপাশে বানিজ্যিক এবং ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত ছবির ভিড়ের মাঝে সাদামাটা কাস্ট নিয়ে ‘জুতো’র টিম, যা এই বাজারেও একটা অন্যতম বড় চ্যালেঞ্জ তাঁদের কাছে। তবে এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলির ছবি দেখে আনন্দ পাওয়াটাও আসল বলে মনে করেন সৌরিশ।

 

বায়োস্কোপ খবর

Latest News

উত্তর দিকে মাথা করে ঘুমোলে কী হয়? জেনে নিন, জীবনে কীভাবে প্রভাব ফেলে এই ঘটনা কঙ্গনার 'ইমার্জেন্সি'তে বঙ্গবন্ধুর চরিত্রে ঋষি কৌশিক, কী বললেন অভিনেতা? তারকাদের ভিড়ে উজ্জ্বল পরমব্রত, কেমন হল সৃজিতের সত্যি বলে সত্যি কিছু নেই? চাকরি ছাড়ার হার বেড়েছে IT সেক্টরে, কত ফ্রেশার নিয়োগের পরিকল্পনা সংস্থাগুলির? রুশ তেলে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব পড়বে ভারতে? জবাব দিলেন ইন্ডিয়ান অয়েল প্রধান কুয়াশায় বাতিল বিমান, দমদম বিমানবন্দরে বিক্ষোভ যাত্রীদের রঞ্জিতে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি রবিচন্দ্রনের, VHT ফাইনালের পরে এবার লাল বলে দাপট কাছাকাছি আসবেন পিতা ও পুত্র, সূর্য এবং শনির বিরল যোগে ৪ রাশির সামনে সোনার সময় ১১তলায় শোবার ঘরে ছিলেন তিনি ও করিনা, পুলিশের কাছে বয়ান রেকর্ড করলেন সইফ,কী বললেন জাহাজে করে শহরে এল মেট্রোর নতুন দু'টি ডালিয়ান রেক, আছে কী কী ফিচার?

IPL 2025 News in Bangla

ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.