বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP: সেরা দশে নেই মিঠাই! নম্বর কমল অনুরাগের ছোঁয়ার, এগিয়ে এল নিম ফুলের মধু

TRP: সেরা দশে নেই মিঠাই! নম্বর কমল অনুরাগের ছোঁয়ার, এগিয়ে এল নিম ফুলের মধু

টিআরপির সেরা দশ থেকে ছিটকে গেল মিঠাই। কে কোন পজিশন পেল দেখে নিন। 

টিআরপিতে নিজের জায়গা পাকা করছে পল্লবী শর্মার নিম ফুলের মধু। নম্বর বাড়িয়ে জগদ্ধাত্রী প্রায় ধরে ফেলেছে অনুরাগের ছোঁয়াকে। দেখে নিন আর কে কোথায় রয়েছে। 

টিআরপি তালিকার টপে টানা বিরাজমান অনুরাগের ছোঁয়া। তবে চলতি সপ্তাহে নম্বর অনেকটাই কমল। যা প্রমাণ করছে দীপাকে নিয়ে সূর্যর সন্দেহ একটু হলেই একঘেঁয়ে লাগতে শুরু করেছে দর্শকের। এদিকে গত সপ্তাহের থেকে নম্বর বাড়িয়ে ঘাড়ে নিশ্বাস ফেলছে জগদ্ধাত্রী। .২ নম্বর বাড়িয়ে পরের সপ্তাহে টপকে যাওয়ার সম্ভাবনা তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

তিন নম্বরে নিজের জায়গায় অনড় গৌরী এলো। চার নম্বরে উঠে এসেছে নিম ফুলের মধু। বাংলা মিডিয়ামকে হারিয়ে স্লট লিড করেছে। পাঁচে রয়েছে তিয়াসা-নীলের ধারাবাহিক। সঙ্গে পঞ্চমী। সুস্মিতা-রাজদীপের মেগা স্লট লিড করেছে শ্রুতি দাসের রাঙা বউকে পিছনে ফেলে দিয়ে। আরও পড়ুন: হবু বরের বাহুডোরে সঁপলেন নিজেকে, ইনস্টায় অন্তরঙ্গ ছবি শেয়ার করে নিলেন রূপসা

তবে সবচেয়ে খারাপ খবর নিসন্দেহে সেরা দশ থেকে মিঠাই-এর সরে যাওয়া। যা মেনে নিতে পারছেন না অনেকেই। আসলে মিঠি-র ট্র্যাকটা অনেকদিন থেকেই একঘেয়ে লাগতে শুরু করেছিল দর্শকদের। তবে স্লট কিন্তু ধরেই রেখেছে সৌমিতৃষা আর আদৃত। পাল্লা দিতে পারেনি শেষ হতে চলা নবাব নন্দিনী। আগামী সপ্তাহ থেকেই সৌমিতৃষাদের টক্কর হবে তৃণা-কৌশিক-ইন্দ্রাশিসদের বালিঝড়-এর সঙ্গে। আরও পড়ুন: প্রেমে নেই আর রাখঢাক! সুহত্রকে লেখা লাভ লেটার সোশ্যাল মিডিয়ায় দিলেন দিতিপ্রিয়া

চমক রাখল মেয়েবেলা ধারাবাহিকও। প্রথম সপ্তাহে গৌরী এলো-র বিপরীতে স্লট না পেলেও টিআরপি তালিকার নয় নম্বরে জায়গা করে নিয়েছে এটি। বহুদিন পর রাজনীতির ময়দান ছেড়ে লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় ফিরেছেন রূপা গঙ্গোপাধ্যায়। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ‘পূর্ণা’ স্বীকৃতি মজুমদার। বাড়ির তিন প্রজন্মের মহিলার সম্পর্কের টানাপোড়েনই এই ধারাবাহিকের গল্প। 

এক নজরে সেরা দশের তালিকা-

প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৮)

দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৬)

তৃতীয়- গৌরী এলো (৮.০)

চতুর্থ- নিম ফুলের মধু (৭.৮)

পঞ্চম- খেলনা বাড়ি (৭.৫)

ষষ্ঠ- পঞ্চমী/ বাংলা মিডিয়াম (৭.১)

সপ্তম- রাঙা বউ (৬.৯)

অষ্টম- এক্কা দোক্কা (৬.৮)

নবম- মেয়েবেলা (৬.৩)

দশম- গাঁটছড়া (৬.২)

শেষের সপ্তাহে অপরাজিতা আঢ্যর লক্ষ্মীকাকিমা সুপারস্টারের টিআরপি ৩.২। নতুনদের মধ্যে হাল খারাপ মন দিতে চাই আর তোমার খোলা হওয়ায়। যদিও স্বস্তিকা দত্তের ধারাবাহিকের টিআরপি বেশ খানিকটা বেড়েছে। প্রতিপক্ষে থাকা অনুরাগের ছোঁয়াকে হারানো একটু মুশকিল বৈকি!  

 

 

বায়োস্কোপ খবর

Latest News

প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.