বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP: সেরার আসন ধরে রাখল ‘অনুরাগের ছোঁয়া’? নম্বর বাড়ল মিতুলের, ফের ব্যর্থ মিঠাই!

TRP: সেরার আসন ধরে রাখল ‘অনুরাগের ছোঁয়া’? নম্বর বাড়ল মিতুলের, ফের ব্যর্থ মিঠাই!

এগিয়ে সূর্য-দীপা

TRP Chart: সূর্য-দীপার রসায়নে বুঁদ বাঙালি সিরিয়ালপ্রেমীরা। এবারও শিকে ছিঁড়ল না জগদ্ধাত্রীর। 

সূর্য-দীপার ম্যাজিক অটুট দর্শক মনে। এই সপ্তাহে ফের একবার টিআরপি তালিকায় সেরার আসন ধরে রাখল 'অনুরাগের ছোঁয়া'। শুধু শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল বলা ভুল হবে, বরং ‘জগদ্ধাত্রী’র থেকে নম্বরের ব্যাবধানও অনেকটা বাড়িয়ে নিল। প্রতি সপ্তাহে একের পর এক ছক্কা হাঁকাচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’। দু-দিন আগেই এক বছর পূর্ণ করেছে স্টার জলসার এই মেগা। তার মাঝেই ফের ৯.৬ নম্বর নিয়ে বেঙ্গল টপার হল এই সিরিয়াল। 

ধীরে ধীরে দর্শক মনে জায়গা পাকা করেছেন সূর্য-দীপারা। টিআরপি তালিকায় চোখ রাখেই দেখা যাবে ‘স্লো বাট স্টেডি’ পারফরম্যান্স এই মেগার। অন্যদিকে সূর্য-নীপা ২০২৩ সালে বেশ খানিকটা ভয় ধরিয়েছে জগদ্ধাত্রী-স্বয়ম্ভুকে, কিছুতেই শিকে ছিঁড়ছে না তাঁদের। দু-নম্বরে আটকে থাকল এই সপ্তাহেও। প্রাপ্ত নম্বর ৮.৭। 

‘গৌরী এল’, ‘খেলনা বাড়ি’- জি বাংলার দুই সিরিয়ালেরও অবশ্য জনপ্রিয়তা কম নয়। ‘জগদ্ধাত্রী’র ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গৌরী, সংগ্রহে ৮.২ নম্বর। অন্যদিকে এবার নম্বর বাড়িয়ে চতুর্থ স্থানে খেলনা বাড়ি। মিতুলের প্রাণ সংশয়ে থাকার প্রোমো যে কাজে এসেছে তা স্পষ্ট। ‘নিম ফুলের মধু’র সঙ্গে এই স্থান ভাগ করে নিয়েছেন মিতুল। দুই মেগার সংগ্রহেই ৭.৮ নম্বর। বিবাহ বিভ্রাট দেখিয়েও পঞ্চম স্থানেই আটকে গিয়েছে 'বাংলা মিডিয়াম' (৭.২)। নীল-তিয়াসা জুটি এখনও তাঁদের পুরোনো ম্যাজিক দেখাতে পারেনি তা বলাই যায়। জায়গা ধরে রাখলেও নম্বর কমেছে ‘পঞ্চমী’র। বাকিরা কে কোথায়? দেখুন চার্ট-

এক নজরে সেরা দশের তালিকা-

প্রথম- অনুরাগের ছোঁয়া (৯.৬)

দ্বিতীয়-  জগদ্ধাত্রী (৮.৭)

তৃতীয়- গৌরী এলো (৮.২)

চতুর্থ- খেলনা বাড়ি / নিম ফুলের মধু (৭.৮)

পঞ্চম- বাংলা মিডিয়াম (৭.২)

ষষ্ঠ- পঞ্চমী (৬.৯)

সপ্তম- রাঙা বউ (৬.৮)

অষ্টম- এক্কা দোক্কা (৬.৭)

নবম- গাঁটছড়া (৬.৫)

দশম- মেয়েবেলা (৬.৩)

 মিঠাই ভক্তদের জন্য খারাপ খবর। এবারও সেরা দশে ঠাঁই হল না এই মেগার। স্লট লিডার হলেও মাত্র ৫.৭ নম্বর নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। আগামি সপ্তাহে ‘বালিঝড়’-এর সঙ্গে টেক্কায় এঁটে ওঠা বেশ মুশকিল হবে তার ইঙ্গিত মিলছে। অন্যদিকে এই সপ্তাহেই প্রথম টিআরপি এল ‘ইচ্ছে পুতুল’-এর। জি বাংলার এই মেগা ‘হরগৌরী পাইল হোটোল’-এর সামনে এতটুকুও পাত্তা পায়নি। সংগ্রহে মাত্র ৩.৩ নম্বর। স্টার জলসার নতুন মেগা ‘মেয়েবেলা’ও কিন্তু ধীরে ধীরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে।

 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

‘দেশদ্রোহী! ওঁদের জন্যই ৬টি পদক হাতছাড়া’, ভিনেশ-পুনিয়াকে একহাত নিলেন WFI সভাপতি FIBA এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে ছোটদের ভারতীয় বাস্কেটবল দল মোমো এবং ডিম সামের মধ্যে পার্থক্য কী? মজার উত্তর দিয়ে ভাইরাল দিল্লির ব্যক্তি Scotland বনাম Australia ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? অলিম্পিক্সে সোনা জেতেন স্ত্রী!প্যারালিম্পিক্সে জিতলেন স্বামী! ভালোবাসার হল জয়… ‘‌এভাবে চার্জশিট পেশের পর কাউকে তলব করা যায়?’‌ কয়লা পাচার মামলায় ভর্ৎসনা সিবিআই ২১ মাস পরে এসে ৪৭ বলে ৬১ পন্তের! ১ ওভারে ৫ চার সরফরাজের, আউট করে সেন্ড-অফ আবেশের ‘আমরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি, আর তুমি চৈতন্যদেব সাজছো,’দেবকে পাল্টা কুণাল শুধু সঠিক সিদ্ধান্তের জন্য নয়! ক্রিকেটারের খেলার উন্নতি জন্যেও DRS দরকারঃঅশ্বিন 4 ওভার শেষে United Arab Emirates Women-র স্কোর 34/0

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.