বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP: বালিঝড়কে হারিয়ে দিল মিঠাই! অনুরাগের ছোঁয়াকে কি টলাতে পারল জগদ্ধাত্রী?

TRP: বালিঝড়কে হারিয়ে দিল মিঠাই! অনুরাগের ছোঁয়াকে কি টলাতে পারল জগদ্ধাত্রী?

মিঠাই আসাতে বালিঝড়-এর টিআরপি বাড়ল না কমল?

এসে গেল সপ্তাহিক ফলাফল। দেখে নিন কোন ধারাবাহিক টিআরপি তালিকায় কত নম্বরে নিজের জায়গা ধরে রাখল। আর কেই বা টপার হল এই সপ্তাহে?

প্রথমেই মিঠাই ভক্তদের সুখবরটা দিয়ে দেই। অনেকেই ভয় পেয়েছিলেন বালিঝড় আসায় হয়তো নম্বর কমবে মিঠাইয়ের। টিআরপি-র সেরা দশ থেকে তো ছিটকে গিয়েছেন হপ্তা দুই আগেই। এখন না স্লটও হারিয়ে ফেলে। তবে তা হল না মোটেও। কড়া টক্কর দিল জলসার নতুন শুরু হওয়া ধারাবাহিককে। চলতি সপ্তাহে মিঠাই-এর টিআরপি ৬। আর তৃণা-কৌশিক-স্নেহাশিসের ধারাবাহিকের নম্বর মাত্র ৪.৫। 

এদিকে সারার জায়গায় এখনও অটল অনুরাগের ছোঁয়া। বেঙ্গল টপারের সিংহাসনে আছেন অনেক নম্বরের ব্যবধানে। গত সপ্তাহের থেকেও নম্বর বাড়িয়েছে। এই সপ্তাহেও নম্বর ৯-এর ঘরে। .৫ নম্বরের ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা গাঁটছড়া। 

নম্বর বেড়েছে খেলনা বাড়িরও। উঠে এসেছে চার নম্বরে। পাঁচে নিম ফুলের মধু। পঞ্চমীকে হারিয়ে চলতি সপ্তাহে স্লট পেল রাঙা বউ। এদিকে মেয়েবেলা ধারাবাহিকের টিআরপি-র সেরা দশে থাকলেও সেভাবে পেরে উঠছে না পুরনো ধারাবাহিকের সঙ্গে। তবে টানটান উত্তেজনা যা চলছে স্বীকৃতি-রূপার ধারাবাহিকে, তাতে খুব জলদিই হয়তো উঠে আসবে উপরের দিকে। 

এক নজরে সেরা দশের তালিকা-

প্রথম- অনুরাগের ছোঁয়া (৯.২)

দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৭)

তৃতীয়- গৌরী এলো (৮.৪)

চতুর্থ- খেলনা বাড়ি (৮.৩)

পঞ্চম- নিম ফুলের মধু (৭.৮)

ষষ্ঠ- বাংলা মিডিয়াম (৭.৪)

সপ্তম- রাঙা বউ (৬.৯)

অষ্টম- পঞ্চমী/গাঁটছড়া (৬.৭)

নবম- এক্কা দোক্কা (৬.৬)

দশম- মেয়েবেলা (৬.৪)

নতুনদের মধ্যে ইচ্ছে পুতুল, মন দিতে চাই আর তোমার খোলা হাওয়ার নম্বর একেবারেই তলানিতে। অনুরাগের ছোঁয়ার সঙ্গে পেরেই উঠছে না স্বস্তিকার তোমার খোলা হাওয়া (নম্বর পেয়েছে ৪.৩)। একই হাল ইচ্ছে পুতুলেরও ((নম্বর পেয়েছে ৩.৫)। হরগৌরি পাইস হোটেলের (নম্বর পেয়েছে ৬.১) ধারেকাছেও আসতে পারছে না। গোধূলি আলাপ (নম্বর পেয়েছে ৩.৫) আর মন দিতে চাই (নম্বর পেয়েছে ৩.০)-এর টক্কর কাঁটায় কাঁটায়। 

বন্ধ করুন