বাংলা নিউজ > বায়োস্কোপ > Sarmistha Acharjee: কালো অন্তর্বাস পরে বাথরুমে স্নান করছেন টেলি নায়িকা! শর্মিষ্ঠার ভিডিয়ো ঘিরে হইচই

Sarmistha Acharjee: কালো অন্তর্বাস পরে বাথরুমে স্নান করছেন টেলি নায়িকা! শর্মিষ্ঠার ভিডিয়ো ঘিরে হইচই

শর্মিষ্ঠা আচার্যের বোল্ড অবতার (ছবি-ইনস্টাগ্রাম)

Sarmistha Acharjee: ব্রা-প্যান্টি পরে বাথরুমে স্নান করছেন শর্মিষ্ঠা! সেই ভিডিয়ো সোশ্যালে পোস্ট করলেন ‘গৌরীদান’ সিরিয়ালের নায়িকা। নেটপাড়ায় ছিছিকার। 

‘মুখোশের আড়ালে’ সিরিয়ালের ঝিনুককে মনে আছে? ভারতীয় সেনার চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন শর্মিষ্ঠা আচার্য। বাংলা টেলিভিশনের অতি পরিচিত নাম শর্মিষ্ঠা। আজকাল ছোটপর্দা থেকে গায়েব থাকলেও সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালাচ্ছেন শর্মিষ্ঠা।

খোলামেলা পোশাকে ছবি বা ভিডিয়ো পোস্ট করার জেরে রীতিমতো ‘ভাইরাল’ এই বঙ্গললনা। তবে এবার সাহসিকতার সব সীমা পার করলেন শর্মিষ্ঠা। পরনে শুধু অন্তর্বাস, বাথরুমে স্নান করতে করতে ভিডিয়ো শ্য়ুট করলেন শর্মিষ্ঠা। শাওয়ারের জল চুঁইয়ে পড়ছে নায়িকার শরীর জুড়ে, ভেজা গা-এ একের পর এক উত্তেজক পোজ দিলেন অভিনেত্রী, যা দেখে চোখ ছানাবড়া নেটপাড়ার।

পরনে কালো রঙা অন্তর্বাস। খোলা চুলে রীতিমতো ঝড় তুলেছেন শর্মিষ্ঠা। ব্রা পরেই অন ক্যামেরায় আগুন জ্বালালেন বঙ্গতনয়া। আসলে সোশ্যাল মিডিয়ায় কেমনভাবে নজর কাড়তে হয়,সেই মন্ত্র ভালোভাবেই জানা আছে শর্মিষ্ঠার। নেটদুনিয়ায় হামেশাই উত্তেজনার পারদ চড়ান এই অভিনেত্রী।

এই ফটোশ্যুট দেখে দ্বিধাবিভক্ত নেটপাড়া। এই ‘বোল্ড শ্য়ুট’-এর জন্য অনেকেই তারিফ করেছেন শর্মিষ্ঠার। আবার অনেকেই বিদ্রুপ করতে ছাড়েননি। ট্রোল করে একজন লেখেন, ‘দিদি ঠাণ্ডা লেগে যাবে এত স্নান করলে’। অপর একজন লেখেন, ‘এইটুকুই বা পরার কী দরকার, খুলে ফেললেই হয়’।

একদম মেদহীন শরীরের মালকিন নন শর্মিষ্ঠা, তবে হালকা মেদযুক্ত শরীরেও খোলামেলা পোশাক পরতে কোনও দ্বিধাবোধ করেন না শর্মিষ্ঠা। নেটদুনিয়ায় শর্মিষ্ঠা যা পোস্ট করেন তাই নিমেষে ভাইরাল। সুপারহিট গানের তালে সাবলীলতার সঙ্গে কোমর দোলাতে দেখা যায় নায়িকাকে। শর্মিষ্ঠার ইনস্টা হ‍্যান্ডেলে উঁকি মারলেই বোঝা যাবে তিনি নাচতে স্বচ্ছন্দ। শুধু নাচ নয়, ফিটনেসের ব্যাপারেও যথেষ্ট সচেতন শর্মিষ্ঠা। নিয়মিত শরীরচর্চা করেন। ইনস্টায় তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ১ লক্ষ ৬০ হাজার।

‘রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম’ ধারাবাহিকে প্রথমবার লিড রোলে অভিনয় করেছিলেন শর্মিষ্ঠা। তার পরে ‘গৌরীদান' সিরিয়ালেও মুখ্য চরিত্রে দেখা মিলেছিল তাঁর। এছাড়াও গোপাল ভাঁড়, জয় কালী কলকাত্তাওয়ালীর মতো সিরিয়ালেও কাজ করেছেন শর্মিষ্ঠা। 

বন্ধ করুন