বিগ বসের ঘরে সাজিদ খানের অংশগ্রহণ নিয়ে উত্তাল নেটপাড়া। ন জন নায়িকা যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন সাজিদের নামে। এর মাঝেই টলিগঞ্জের অন্দরে মিটু (MeToo)-র অভিযোগ। কাঠগড়ায় ‘শহরের উপকথা’ খ্যাত পরিচালক বাপ্পা। সম্প্রতি ফুটবলার মেহতাব হোসেনের বায়োপিক তৈরির ঘোষণা সেরেছেন বাপ্পা, এর মাঝেই বিস্ফোরক অভিযোগ তাঁর নামে। শুক্রবার ফেসবুকে পরিচালকের বিরুদ্ধে অভিযোগ আনেন অভিনেত্রী সুকন্যা দত্ত।
বেশকিছু সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন সুকন্যা। ফেসবুকে পরিচালকের সঙ্গে নিজের মেসেজে কথা চালাচালির বেশকিছু স্ক্রিনশট পোস্ট করেন তিনি। অভিনেত্রীর কথায়, পুজোর আগে তাঁকে কাজ করবার প্রস্তাব দিয়েছিল বাপ্পা। সুকন্যা লিখেছেন, 'বিভিন্ন কথাবার্তায় এটাই বুঝতে পারি যে, ওঁর সঙ্গে কাজ করতে গেলে বোল্ড সিনের ওয়ার্কশপ করতে হবে। আমি বুঝতে পারছি না উনি ছবি বানাবেন নাকি পর্ন ফিল্ম!ওঁর নোংরা প্রস্তাব প্রত্যাখান করি তখন আমায় বলেন আমি নাকি যৌন অক্ষম মহিলা। আরও অনেক কিছু যে ভাষায় বলেন তা লেখা সম্ভব নয়।’
সুকন্যা আরও লেখেন, ‘উনি ১০টা অ্যাওয়ার্ড পেয়ে গেলেও একজন অভিনেত্রীকে ডেকে কাজ করার নামে এই নোংরা কথা বলা যায়? রেপ করার পর রেপিস্ট ধরে কী লাভ! আমার চোখে উনি একজন রেপিস্ট। আমার অভিনয়ের খিদে দেখে আমায় ট্র্যাপ করতে চেয়েছিলেন। জানি এসব পোস্ট করে কিছু হবে না, উনি আরও করবেন। যে প্রোডাকশন হাউজ ওঁর সঙ্গে কাজ করছে তাঁদের ভাবা উচিত। কাউকে স্ক্রিপ্ট পড়ার নাম করে নোংরামি করা ক্রিমিনাল অপরাধ’।
সুকন্যার এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন পরিচালক। তাঁর কথায়, ', ‘উনি যা বলছেন তা অপ্রাসঙ্গিক। আমি এসব কথা বলিনি। আমাকে হেনস্থা করেছেন উনি।’ পালটা আইনি ব্যবস্থার হুমকি দেন পরিচালক। জানান, আগামিকাল (শনিবার) থানায় গিয়ে অভিযোগ জানাবেন।
সুকন্যা বিবাহিত, তাঁর স্বামীও বিনোদন জগতের সঙ্গে যুক্ত। মুম্বইয়ের মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করেন। ব্যারাকপুরে একটি রেস্তরাঁ রয়েছে তাঁদের, সেটির দেখভালের দায়িত্বে রয়েছেন সুকন্যা। ‘কিরণমালা’,’দীপ জ্বেলে যাই’-এর মতো একাধিক মেগায় দেখা গিয়েছে সুকন্যাকে। সম্প্রতি অনুভব কাঞ্জিলালের সঙ্গে একটি গানের ভিডিয়োয় কাজ করেছেন সুকন্যা।