মুক্তি পেল ওয়েব সিরিজ 'শব চরিত্র'-এর প্রথম পোস্টার। সিরিজটি সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার। পরিচালনায় দেবাশিস সেন শর্মা। বছর পঁয়তাল্লিশের লেখক অবিনাশের গল্প আর বিক্রি হচ্ছে না। শত চেষ্টা করেও ভালো কোনও প্লটও মাথায় আসছে না তাঁর। পাবলিশারের চাপে আশেপাশের মানুষের জীবনে গোয়েন্দার মতো উঁকি ঝুঁকি মারতে শুরু করে সে। উদ্দেশ্য একটাই, যাতে নিদেন পক্ষে একটা গল্প লেখা যেতে পারে। এমনই এক লেখককে নিয়ে এবার আসছে ‘শব চরিত্র’।
সিরিজে অবিনাশের চরিত্রে দেখা যাবে অভিনেতা অনির্বাণ চক্রবর্তীকে। বিবাহিত অবিনাশের পত্নীর পাশাপাশি এক প্রেমিকাও রয়েছে। লেখক অবিনাশের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা মাঝি। প্রেমিকা তুলিকার ভূমিকায় করেছেন পায়েল রায়। গল্প লিখতে বসে অবিনাশ দেখে, যাঁদের নিয়ে সে গল্প লেখে, তাঁদেরই রহস্যমৃত্যু হয়। অবিনাশের 'সব' চরিত্রই ধীরে ধীরে 'শব' হতে শুরু করে।
পুলিশের জেরায় জেরবার অবিনাশ। প্রেমিকার পরামর্শে মনোবিদ মৃণালিনীর কাছে যায় সে। মৃণালিনীর চরিত্রে রয়েছে চমক। প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে গায়িকা ইমন চক্রবর্তীকে। এরপরই গল্পে নতুন মোড় নেয়। খুন হয়ে যায় মৃণালিনীও। সেই হত্যার দায় গিয়ে পড়ে লেখক অবিনাশের উপর। তারপর? কী ঘটবে তা জানা যাবে ‘শব চরিত্র’-এ।
ওয়েব সিরিজের পোস্টারে সবার ওপরে রয়েছে ছবির নাম। এরপর সবচেয়ে বড় করে রয়েছে প্রধান চরিত্র অনির্বাণ চক্রবর্তীর ছবি। চোখে চশমা, উসকোখুসকে চুল, ভয় আর ন্তর্পণ চাহনি। পোস্টারে দেখা গেল ইমন চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায় ও ছবির অন্যান্য় অভিনেতাদের। সিরিজে পুলিশের চরিত্রে অভিনয় করছেন যুধাজিৎ সরকার। অবিনাশের সাংবাদিক বন্ধুর ভূমিকায় দেখা মিলবে রানা বসু ঠাকুরের। অঙ্কের মাস্টারমশাই কেসি নাগের চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দূর্বার শর্মা, পলাশ হক, শৈলী ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্য।
সিরিজের কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন দেবাশিস সেন শর্মা, বলাকা ঘোষ এবং আদার ব্যাপারি। চিত্রগ্রহণের দায়িত্বে অম্লান সাহা। শব্দ বিন্যাসে সায়ন্তন ঘোষ। সিরিজের সম্পাদক কৌস্তভ সরকার। ‘মিল্কি ওয়ে ফিল্মস’-এর ব্যানারে, ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে আসছে এই নতুন ওয়েব সিরিজ।