মিউজিক রিয়েলিটি শোগুলির মধ্যে বরাবরই জনপ্রিয় ইন্ডিয়ান আইডল। আর সোনি টিভিতে শুরু হওয়ার পর থেকেই বেশ জনপ্রিয়তা পাচ্ছে। তবে সেখানে এক বাঙালি মেয়ে যে এমন কাজ করে বসবে, কেই বা ভেবেছিল। শেয়ার হওয়া প্রোমোতে দেখা যচ্ছে, নেপোটিজম প্রসঙ্গ তুলে রীতিমতো মুখের কথ কেড়ে নিচ্ছেন তিনি উদিত নারায়নের ছেলে আদিত্য নারায়নের।
দেখা যাচ্ছে প্রতিযোগী মানসী ঘোষ অতিথি বিচারক হিসেবে আসা সুভাষ ঘাইকে সব বিস্ফোরক প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন। যা ভালোই বিতর্কিত। প্রথম প্রশ্ন, ‘আপনার কি মনে হয়, সত্যিই নেপোটিজম আছে?’ আর এতেই সঞ্চালকের দায়িত্ব পালন করা আদিত্য একটু যেন ক্ষুন্ন হয়েই বলে উঠলেন, ‘এক সেকেন্ড। আমি আগে স্টেজ থেকে চলে যাই…’!
আরও পড়ুন: আরজি কর আবহে পিছোয় মুক্তি, আজই হলে কন্যাশ্রী নিয়ে বাংলা ছবি, মমতার চরিত্রে কনীনিকা
এরপর দেখা যায়, নীচে গিয়ে বসেন আদিত্য। আর সুভাষ ঘাইও বিতর্ক উসকে দিয়ে জবাব দেন, ‘আপনি নিজেই দেখুন না, নেপোটিজমওয়ালা চলে গেছে। আর এরা যারা নেপোটিজম ছাড়া শিল্পী হয়েছে (বিশাল দাদলানি ও বাদশাকে দেখিয়ে) তাঁরা রয়ে গিয়েছে।’
এখানেই শেষ নয়, মানসী তাঁর পরবর্তী প্রশ্নে সুভাষ ঘাইয়ের থেকে জানতে চান, বলিউডের সবচেয়ে ওভাররেটেড ডিরেক্টর তাঁর মতে কে! এই প্রশ্নে বিশাল আবার বলেন, ‘আমি তো যা দেখছি, তুমি বিতর্ক না তৈরি করে থামবে না’! সুভাষ কী জবাব দিয়েছেন, তা প্রোমো থেকে স্পষ্ট নয়, কিন্তু দেখা গেল বর্ষীয়ান পরিচালক ঘুরিয়ে মানসীকে প্রশ্ন করলেন, ‘তোমার মতো বলিউডের সবচেয়ে ওভাররেটেড প্লেব্যাক সিঙ্গার কে?’
আরও পড়ুন: ‘কোনো মহিলা বা মেয়ে যখন…’! বলিউডের কাস্টিং কাউচ নিয়ে কী দাবি ইমতিয়াজ আলির
মানসী কিন্তু নিজের কথার জাদুতে এর আগেও দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অডিশন রাউন্ডে দেখা গিয়েছিল, এই বাঙালি মেয়ে সোজা জানিয়ে দেন, পৃথিবী থেকে একটা জিনিস মুছে ফেলতে চান, আর সেটা হল নিরামিষ খাবার। এমনকী তাঁর মাছ নিয়ে বলা কথাও বেশ আলোড়ন ফেলেছিল সব জায়গায়। মানসী বলেছিলেন, 'আমি তো বাঙালি, জন্মের পরই মুখে মাছ ঠুসে দেওয়া হয়েছিল।'
এবারের ইন্ডিয়ান আইডলে বাঙালিদের ভিড়। সেরা ১৫-তে জায়গা করে নিয়েছেন শুভজিৎ চক্রবর্তী, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, মানসী ঘোষ, ময়ূরী সাহা, প্রিয়াংশু দত্ত, রঞ্জিনী সেনগুপ্ত এবং সৃজন পোরেল। আরও এক বাঙালি মেয়ে আছেন, যদিও তিনি গুয়াহাটির অসমের বাসিন্দা, নাম মিশমি বসু। এবার দেখার বাংলায় আসে কি না ইন্ডিয়ান আইডল ১৫-র ট্রফি।