বেঙ্গালুরু সম্প্রতি স্মরণীয় একটি রাতের সাক্ষী হয়ে রইল। কারণ দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টের ঘোরই যেন কাটতে চাইছিল না ভক্তদের। অনুষ্ঠানের রেশ যেন শেষই হচ্ছিল না। দিলজিৎ ম্যাজিক অনুষ্ঠানের ভেন্যুর বাইরেও ছিল অব্যাহত। পাঞ্জাবি পপ সেনসেশন এমন একটি পারফরম্যান্স উপহার দিয়েছিলেন যা দর্শকদের মধ্যে আলাদাই উন্মাদনা জাগিয়েছিল। আর তার ঝলক দেখা গিয়েছিল বেঙ্গালুরু মেট্রোতেও। বেঙ্গালুরু মেট্রোর সেই স্বতঃস্ফূর্ত ভিডিয়ো এখন সমাজ মাধ্যমেও রীতিমতো ভাইরাল।
কনসার্ট শেষ হওয়ার পর, বেঙ্গালুরু মেট্রো দিলজিৎ-ভক্তদের পরিষেবা দেওয়ার জন্য মেট্রোর সময় বাড়িয়ে দিয়েছিল। মধ্যরাত পর্যন্ত শহরজুড়ে চালু ছিল মেট্রো। এরপরে যা ঘটে তা অসাধারণ বললেনও কম বলা হয়।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যায়, দিলজিৎ দোসাঞ্ঝের আইকনিক গান 'ইক্ক কুড়ি'র তালে তালে ভিড়ে টাসা মেট্রোতে মেতে উঠেছেন শ্রোতারা। কনসার্ট থেকে বেরিয়েই মেট্রোই এই গান সবার সুরের মাতকতা আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছিল।
আরও পড়ুন: নবদম্পতির 'লাভ গুরু' শাহরুখ খান! চুপিচুপি কী পরামর্শ দিলেন বাদশা? জানলে বদলে যাবে আপনার লাভ লাইফ
মেট্রোর ভাইরাল ভিডিয়ো ক্লিপটি দেখুন:
ভিডিয়োটিতে দুই লক্ষেরও বেশি ভিউ হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে দিলজিতের সুরে গমগম করছে মেট্রো। এই ভাইরাল ভিডিয়ো দেখে সামাজ মাধ্যমেও নানা মন্তব্য করেছেন দিলজিতের অনুরাগীরা। একজন মন্তব্য করেছেন, ‘এই ধরণের শক্তি আমাদের প্রতিদিন প্রয়োজন।’ অন্য একজন লেখেন, ‘বেঙ্গালুরুর স্পিরিট অতুলনীয়, কনসার্ট থেকে মেট্রো পর্যন্ত! নির্মল আনন্দ!’ বেশ কয়েকজন ভক্ত তাদের নিজস্ব অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছিলেন, কনসার্টে রাতটি তাঁরা আরও বিশেষ করে তুলেছিল সে কথাও ভাগ করে নেন। একজন লেখেন, ‘আমি ওই ট্রেনে ছিলাম। মনে হচ্ছিল বাস্তব দুনিয়া থেকে অনেক দূরে চলে গিয়েছি। মনে হচ্ছিল যেন একটা বড় পরিবার একসঙ্গে গান উপভোগ করছে।’
আরও পড়ুন: ‘আধা-অনাথ’, 'ইন্ড্রাস্টিতে বহিরাগত ’ নিজেকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন বাদশা শাহরুখ খান?
প্রসঙ্গত, শুক্রবার বেঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে নাইট আউট উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন ও তাঁর গার্ল গ্যাং। এক ভক্তের তোলা ভিডিয়োতে দেখা যায়, মঞ্চে দিলজিৎ গাইছেন ‘সিয়া হাস হাস’, আর তাঁর সঙ্গে নাচছেন দুয়ার মা। সন্তান প্রসবের পর ছিল দীপিকা পাড়ুকোনের প্রথমবার জনসমক্ষে আসা।
৮ সেপ্টেম্বর একটি মেয়ের মা-বাবা হন দীপিকা রণবীর। ১ নভেম্বর, তাঁরা ঘোষণা করেছিলেন যে তাঁরা তাঁদের সন্তানের নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিং এবং ইনস্টাগ্রামে দিওয়ালি উপলক্ষে সাজুগুজু করা মেয়ের একটি পায়ের একটি ছবি পোস্ট করেন।