এই মরশুমে তো বটেই আগের সব টুর্নামেন্টেও 'রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু'-এর কাছে অধরাই রয়ে গিয়েছিল আইপিএল ট্রফি। আর তা নিয়ে স্যোশাল মিডিয়ায় কম ট্রোল্ডও হতে হয় না তাঁদের। আর এই ট্রোল্ড করা বা মিম বানানো আরও বৃদ্ধি পেয়েছে 'রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু'-এর মহিলা টিম জয়লাভের পর। কিন্তু 'রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু'কে নিয়ে একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ান বেঙ্গালুরু কমেডি ক্লাবে এমন কিছু জোকস বলেছেন যে তা শুনে কেউই হাসেননি, কিন্তু তাও তিনি হাসানোর চেষ্টা করে গিয়েছেন আর সেই ভিডিয়োটি এখন ভাইরাল স্যোশাল মিডিয়ায়।
ভিডিয়োয় দেখা গিয়েছে স্ট্যান্ড-আপ কমেডিয়ান একটি জনপ্রিয় কমেডি ক্লাবে দর্শকদের সামনে দাঁড়িয়ে বলতে শুরু করেন, 'জানেন কি বেঙ্গালুরুতে সকলের 'রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু'-কে অন্ধভাবে সমর্থন করা একটা রোগ রয়েছে।' এই কথা বলার পরই শিল্পী সকলের কাছে যে অট্টহাসির প্রত্যাশা করেছিলেন, কিন্তু তা পূরণ হয়নি। তবে তাতেও হাল ছাড়ার পাত্রী নন তিনি। তাই আরও নানা ভাবে জোকস বলে তিনি হাসানোর চেষ্টা করতে থাকেন। কিন্তু সেই সব চেষ্টাই বৃথা হয়ে যায়। শেষ পর্যন্ত কেউ হাসে না। আর তাঁর এই ভিডিয়োটি সযোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর তেই দেখেই নেটিজেনরা নানা মন্তব্য করেন।
আরও পড়ুন: ‘এমন নয় সোহম আমাকে…’! ডিভোর্সের পর প্রেম থেকে নতুন কাজ, সবটা নিয়েই অকপট শোলাঙ্কি
বেঙ্গালুরু কমেডি ক্লাবের শ্রোতারা কৌতুক অভিনেতা কথা শুনে না হাসার সত্ত্বেও তিনি হাসানোর প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতি সমবেদনা জানান, তাঁর প্রশংসা করেন। যদিও কিছু ব্যক্তি তাঁকে ট্রোল্ডও করেন। তবুও তিনি অনেকের কাছ থেকে হাল ছেড়ে না দেওয়ার জন্য প্রশংসা পান।
আরও পড়ুন: ‘চেয়েছিলাম এমন কেউ করুক…’, তুমি আশেপাশে থাকলে-তে নতুন পারো রুকমা, কী বললেন অঙ্গনা?
তাঁর এই ভিডিয়ো দেখে স্যোশাল মিডিয়া ব্যাবহারকারী নানা মন্তব্য করেছেন। একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, 'এটা ভালো যে উনি থেমে যাননি। আসলে প্রতিটি কৌতুক অভিনেতাকেই এর মধ্য দিয়ে যেতে হয়'। আর একজন লেখেন, আমি ওঁর সাহস এবং প্রচেষ্টার প্রশংসা করব। তিনি যেভাবে চেষ্টা করলেন তাতে বিন্দুমাত্র রসিকতার বা মজার অভাব ছিলা না।' অন্য একজন লেখেন, 'নিজের জায়গা তৈরি করে নেওয়ার জন্য একটি মেয়েকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, আরও শক্তির প্রয়োজন হয়। আসলে সবাই সব ধরনের মজা বুঝতে পারে না।' অন্য এক ব্যক্তি বলেন, 'ওঁর জোকসগুলো মজার ছিল তবে, তিনি যেভাবে বলছেন সেই বলাটা আরও ভালো করতে হবে। কীভাবে ডায়লগ ডেলেভারি করবে তার উপর জোড় দিতে হবে। আর সেটা যদি উনি না পারেন, তাহলে উনি অন্য কারুর জন্যও জোকস লিখতে পারেন। অনেক বড় বড় কৌতুক অভিনেতারা লেখকদের সঙ্গে কাজ করেন।'