মেকআপের ক্ষেত্রে ক্যাটরিনা কাইফের ‘কে বিউটি’ শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম। সম্প্রতি, বেঙ্গালুরুর এক মহিলা গ্রাহক, যিনি কে বিউটির আইলাইনার ব্যবহার করেছিলেন, পণ্যটি সম্পর্কে তার সৎ প্রতিক্রিয়া ভাগ করে নিয়েছিলেন এবং ইন্টারনেটও এই ব্যাপারে একমত। এমনকী, সেই ভিডিয়ো রিভিউখানা একজন রেডিটে পোস্ট করে লিখেছেন, ‘অবাক হওয়ার কিছু নেই যে ক্যাটরিনার আর বলিউডে আগ্রহ নেই।’
ক্যাটরিনার কে-বিউটি নিয়ে কী বললেন মহিলা
ভিডিয়োতে ওই মহিলাকে বলতে শোনা যায়, 'প্রথমেই বলে রাখি যে এই ভিডিয়োটি একটি বিজ্ঞাপন, কিন্তু এর জন্য আমাকে কোনও পারিশ্রমিক দেওয়া হয়নি। আমি এই পণ্যটি দেখে এতটাই অবাক এবং হতবাক হয়েছি, যে আমাকে বৃষ্টির মাঝখানেও থামতে হল এবং এই ভিডিয়োটি বানাতে হল। আমি অফিস থেকে বাড়ি যাচ্ছিলাম, যখন বেশ ভালো রোদ ছিল... কিন্তু এটা বেঙ্গালুরু, হঠাৎই চেরাপুঞ্জির মতো বৃষ্টি শুরু হয়ে গেল!
আরও পড়ুন: ‘যোনি মানে তো চিরে রাখা রাস্তাই একটা..’, আর জি কর কাণ্ডে কলম ধরলেন শ্রীজাত
এরপর তিনি জানান, রাস্তার জল ছিটকে তাঁর মুখ-চোখ ভিজিয়ো দিয়েছে। ‘ভগবান ইন্দ্রের ক্রোধ আমার উপর পড়েছে। কিছু গাড়ি আমার উপর কাদা ছিটিয়েছে। কিন্তু আপনারা আমার মুখের দিকে তাকিয়ে দেখুন। আমার চোখ দেখতে পাচ্ছেন? আইলাইনারটি এক ফোঁটাও নষ্ট হয়নি। আমার ফাউন্ডেশন, লিপস্টিক সব প্রায় মুছে গিয়েছে। তব আইলাইনার ঠিক একইরকম রয়ে গিয়েছে। এটা হল ক্যাটরিনার কে! আমি মুগ্ধ ক্যাটি! ’
আরও পড়ুন: প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের জেলমুক্তির দাবিতে গান গাইলেন কুমার শানু?
নেট-নাগরিকদের প্রতিক্রিয়া
ভিডিয়োটি দেখে একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘আমিও কে বিউটির পণ্য খুব পছন্দ করি। আমার খুব সাশ্রয়ী লাগে। একেবারে সস্তাও নয়, আবার খুব দামীও না। ভালো মান, পকেট ফ্রেন্ডলি।’ আরেকজন লিখলেন, ‘আমি এখনও পর্যন্ত কে বিউটির যতগুলো প্রোডাক্ট ব্যবহার করেছি, প্রত্যেটি খুব ভালো। আমাকে এক ফোঁটা হতাশ করেনি।’ তৃতীয়জন লেখেন, ‘আশ্চর্যের কিছু নেই যে তিনি আর কোনো ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন না!’ চতুর্থজনের মন্তব্য, ‘আমি বছরের পর বছর ধরে কে বিউটির আই লাইনার ব্যবহার করছি। আর এটা ভালোবাসা।’
আরও পড়ুন: ‘খুবলে খেল শরীরটাকে…’, RG কর কাণ্ডে ‘ফাঁসির দাবি',ধনঞ্জয় কেস মনে করালেন রুদ্রনীল
ক্যাটরিনাকে সর্বশেষ বিজয় সেতুপতির বিপরীতে শ্রীরাম রাঘবনের মেরি ক্রিসমাস ছবিতে দেখা গিয়েছিল। আলিয়া ভাট এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তাঁর হাতে ফারহান আখতারের ছবি জি লে জারা রয়েছে।