বাংলা নিউজ > বায়োস্কোপ > হাসপাতালে ভর্তি করোনা পজিটিভ আলমগীর, অভিনেতার শারীরিক অবস্থা জানালেন রুনা লায়লা

হাসপাতালে ভর্তি করোনা পজিটিভ আলমগীর, অভিনেতার শারীরিক অবস্থা জানালেন রুনা লায়লা

কেমন আছেন আলমগীর?

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েও আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা আলমগীর, তবে রিপোর্ট নেগেটিভ স্ত্রী রুনা লায়লার। 

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশের বিনোদন জগতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব আলমগীর। এই বর্ষীয়ান শিল্পীর কোভিড-১৯ আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে মঙ্গলবার। স্বভাবতই উদ্বিগ্ন অভিনেতার দেশ-দুনিয়ার ভক্তরা। অভিনেতা, পরিচালক,প্রযোজক আলমগীরের শারীরিক পরিস্থিতি নিয়ে আপডেট দিয়েছেন স্ত্রী রুনা লায়লা। এই স্বনামধন্য গায়িকা জানান, দু-দিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছেন আলমগীর, আগের চেয়ে তাঁর শারীরিক পরিস্থিতি অনেক ভালো। 

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর,  গত শনিবার সকালে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে তাঁরা করোনার দ্বিতীয় টিকা গ্রহণ করেন এই তারকা দম্পতি। টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করবার আগে থেকেই হালকা অসুস্থ বোধ করছিলেন আলমগীর, হালকা কাশি ছিল। কোনওরকম ঝুঁকি না নিয়ে করোনা পরীক্ষা করালে ১৮ এপ্রিল রিপোর্ট হাতে পান তারকা দম্পতি। রুনা লায়নার রিপোর্ট নেগেটিভ এলেও আলমগীরের রিপোর্ট পজিটিভ আসে। বয়সজনিত কারণে কোনওরকম ঝুঁকি না নিয়ে হাসপাতালে রেখেই অভিনেতার চিকিত্সার সিদ্ধান্ত নেয় পরিবার।

বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোকে দেওয়া সাক্ষাত্কারে রুনা লায়লা জানিয়েছেন, ‘আলমগীর সাহেবের অক্সিজেন স্যাচুরেশন ঠিকঠাক আছে। হাসপাতালে ভর্তির পরই ফুসফুসের সিটি স্ক্যানও করানো হয়েছে। অবস্থা ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। ১০ দিন চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে। শুরুতে খুসখুসে কাশি ও মাথা ধরা থাকলেও এখন তেমন কোনো উপসর্গ নেই। সবাই দোয়া করুন। সৃষ্টিকর্তা সবাইকে সুস্থ রাখুন।’

৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন অভিনেতা আলমগীর। ৭১ বছর বয়সী এই অভিনেতার ‘মা ও ছেলে’, ‘অপেক্ষা’, ‘ক্ষতিপূরণ’, ‘মরণের পরে’, ‘পিতা-মাতা-সন্তান’, ‘অন্ধ বিশ্বাস’-এর মতো জনপ্রিয় বাংলা ছবিতে কাজ করেছেন। 

 

 

বন্ধ করুন