গত মাসেই ধুমধাম করে বিয়ের পর্ব সেরেছেন অভিনেত্রী সুদীপ্তা বক্সী (বন্দ্যোপাধ্যায়)। সেই বিয়ের রেশ এখনও কাটেনি। তৃণমূলের যুবনেতা সৌম্য বক্সীর সঙ্গে সুদীপ্তার রাজকীয় বিয়েতে মন মজেছিল গোটা বাংলার। মাস ঘুরতে না ঘুরতেই ফের কনের সাজে সুদীপ্তা, বিয়েটাও সারলেন সকলকে চমকে দিয়ে! না, ঘাবড়ে যাবেন না। বাস্তবে নয়, এবার ছোটপর্দায় বিয়েটা সারলেন অভিনেত্রী।
হ্যাঁ, ‘সোহাগ জল’-এর ধামাকা প্রোমো সামনে এসেছে। সেখানেই দেখা গেল জুঁই-শুভ্র সহ পরিবারের সকলকে অবাক করে দিয়ে সাম্যকে বিয়ে করছে তাঁরই বিধবা বৌদি! মাস কয়েক ধরেই তলানিতে ‘সোহাগ জল’-এর টিআরপি। সিরিয়াল শেষের গুঞ্জনও তুঙ্গে, তার মাঝেই ‘বেণী’র কারসাজিতে কিস্তিমাত করতে মরিয়া নির্মাতারা। এর আগে বেণীর প্রেগন্যান্সির ট্র্যাক টিআরপি বাড়িয়েছিল সোহাগ জলের, এবার হাজির বেণী-সাম্যর বিয়ের টুইস্ট।
নিজের স্ত্রীর সামনেই বেণীকে সিঁদুর পরিয়ে সাম্য, ঘুরল সাত পাক। তারপরই সুর চড়িয়ে জুঁই-শুভ্রদের উদ্দেশে বেণীর ঘোষণা, ‘ব্যাগপত্তর গুছিয়ে তোমরা সবাই বেরিয়ে যাও বাড়ি থেকে,আউট..’। শুভ্র প্রতিবাদ জানালে বেণীর সাফ বক্তব্য, ‘এই বাড়ি, এই সম্পত্তি, ব্যবসা… সব আমার আর সাম্যর’।
জুঁই পালটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় বেণীকে। জানায়, ‘একদিন ঠিক তুমি এভাবে আমাদের পায়ে এসে পড়বে। কাউন্টডাউন শুরু কর’। সুন্দরী সুদীপ্তা এই মুহূর্তে নেতিবাচক চরিত্রে নজর কাড়ছেন সোহাগ জল-এ। যদিও দেওর-বৌদির এই পরকীয়ার ট্র্যাক দেখে দর্শকের একাংশ চটেছে। একজন লেখেন- ‘ছিল সোহাগ জল, এখন কাদা জল হয়ে গেছে। এবার গঙ্গা জল দিয়ে শুদ্ধ করতে হবে’। শুরু থেকেই ‘পরকীয়ার জল’ বলে কটাক্ষে বিদ্ধ হয়েছে এই মেগা। জল্পনা মতো সত্যি কি জুনেই শেষ হতে চলেছে এই মেগা? নাকি শ্বেতা-হানির ‘সোহাগ জল’ আরও কিছুদিন টিকবে, তা স্পষ্ট হবে আগামি কয়েক দিনে।