বাংলা নিউজ > বায়োস্কোপ > Besharam Rang : ‘বেশরম রং মধ্য মানের গান’, বিতর্কের আগুনে ফের ঘি ঢাললেন সোনা মহাপাত্র

Besharam Rang : ‘বেশরম রং মধ্য মানের গান’, বিতর্কের আগুনে ফের ঘি ঢাললেন সোনা মহাপাত্র

সোনার বেশরম কটাক্ষ…

'রসরকলি বো’ গানের শ্যুটের ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে একটি গেরুয়া রঙের শাড়ি পরতে দেখা গিয়েছে সোনাকে, তাও আবার ব্লাউজ ছাড়া, ওডিশায় তিনি তাঁর ঠাকুমা ও দিদিমাকে এভাবেই শাড়ি পরতে দেখেছেন বলে জানিয়েছেন সোনা।

'বেশরম রং' নিয়ে বিতর্ক, হাজারো কাটাছেঁড়ার পর অবশেষে মুক্তি পেয়েছে 'পাঠান'। শাহরুখ 'পাঠান'-এর সাফল্যের দৌড়ে বিতর্ক এখন ম্লান। তারই মাঝে পুরনো বিতর্কে নতুন করে ঘি ঢালার চেষ্টা করলেন সঙ্গীতশিল্পী সোনা মহাপাত্র। 'বেশরম রং গানটি মাঝারি মানের', হঠাৎ-ই এমন মন্তব্য করে বসেছেন সোনা। তাঁর কথায় গানটি নিয়ে বিতর্কের কারণেই এটি জনপ্রিয়তা পাচ্ছে।

সম্প্রতি টুইটে 'অম্বরসরিয়া' খ্যাত গায়িকা সোনা মহাপাত্রর লেখেন, ‘ফালতু কা হ্যায়। বেশরম রং নিয়ে এত কান্নাকাটিই মধ্য মানের এই গানকে জনপ্রিয়তা পেতে সাহায্য করেছে। সঙ্গে দিয়েছে হাততালি দেওয়ার ইমোজি। তাই যে মিউজের নিজস্ব পরিচয় রয়েছে, সেই গান এত দ্রুত জনপ্রিয় হয় না। এই ক্যাপশানের সঙ্গে নিজের 'রসরকলি বো’ গানের শ্যুটের ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে একটি  গেরুয়া রঙের শাড়ি পরতে দেখা গিয়েছে সোনাকে, তাও আবার ব্লাউজ ছাড়া, ওডিশায় তিনি তাঁর ঠাকুমা ও দিদিমাকে এভাবেই শাড়ি পরতে দেখেছেন বলে জানিয়েছেন সোনা। 

'পাঠান'-এর বেশরম রং গানে দীপিকা গেরুয়া বিকিনি পরা নিয়ে জোর বিতর্ক হয়েছিল। যদিও সেই বিতর্ক বাজি রেখে বক্স অফিসে রেকর্ড গড়েছে ‘পাঠান’।  প্রতিদিনই প্রায় বক্স অফিসে কোনও না কোনও রেকর্ড ভাঙছে 'পাঠান'। মুক্তির পর সোমবার পাঠান-এর জন্য ছিল ষষ্ঠ দিন। মাত্র ৫ দিনেই ৫০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে এই ছবি। মুক্তির ৫ দিনে গোটা বিশ্বে পাঠানের আয় ৫৪২ কোটি টাকা। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানাচ্ছেন,ভারতের বক্স অফিসে পাঠান-এর ব্যবসা ৩৩৫ কোটি, আর বিদেশের মাটিতে ২০৭ কোটি টাকা।

ছবির সাফল্যের কথা মাথায় রেখে শাহরুখ বলেন, ‘এটি আমাদের জন্য, আমার পরিবারের জন্য একটি বড়দিন। এই আনন্দের স্বাদটা আমরা অনেকদিন উপভোগ করতে পারিনি। যখনই সিদ্ধার্থ (সিদ্ধার্থ আনন্দ) আমাকে পাঠান ২ করার কথা বলবেন, আমি করব। ওঁরা আমার সঙ্গে এর সিক্যুয়েল করতে চাইলে, তাতে কাজ করা আমার জন্য সম্মানের হবে’।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.