বাংলা নিউজ > বায়োস্কোপ > ভাবিজি ঘর পর হ্যায় অভিনেতার ছেলের মৃত্যু, দুঃসংবাদ শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়

ভাবিজি ঘর পর হ্যায় অভিনেতার ছেলের মৃত্যু, দুঃসংবাদ শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়

ভাবিজি ঘর পর হ্যায় অভিনেতার ছেলের মৃত্যু

Bhabi Ji Ghar Par Hai: অভিনেতা জিতু গুপ্তা, যিনি শোতে একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছিলেন, তাঁর ছেলের মৃত্যুর খবর দিলেন সোশ্যাল মিডিয়ায়। শোকের ছায়া নেটপাড়ায়। 

‘ভাবিজি ঘর পর হ্যায়’ স্টারকাস্টদের দুঃখের সময় যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। সম্প্রতি টিকা-মালখান জুটির বিচ্ছেদের খবর পেয়েছেন ভক্তরা। অভিনেতা দীপেশ ভানের মৃত্যুর পর এবার 'ভাবিজি ঘর পার হ্যায়'-এর সেট থেকে এল আরও একটি দুঃসংবাদ। অভিনেতা জিতু গুপ্তা, যিনি শোতে একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছিলেন, তাঁর ছেলে কিছু সময়ের জন্য অসুস্থ ছিলেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছিলেন তিনি।

জিতু গুপ্তা সোশ্যাল পোস্টে সকলের কাছে অনুরোধ করেছিলেন যে তাঁর ছেলে কেমন আছে জানতে যাতে তাঁকে বারবার ফোন করা না হয়। অভিনেতা নিজের পোস্টে লিখেছিলেন, ‘আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা শুধু আশীর্বাদ এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আমার ছেলের জন্য কারণ এই সময়ে তাঁর অবস্থা খুবই গুরুতর।

প্রয়াত অভিনেতা জিতু গুপ্তার ১৯ বছরের ছেলে। 
প্রয়াত অভিনেতা জিতু গুপ্তার ১৯ বছরের ছেলে। 

এবার জিতু দিলেন ছেলের চলে যাওয়ার খবর। সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি শেয়ার করে লিখলেন, ‘আমার বাবু আয়ুষ আর নেই’। সত্যি তরুণ ছেলের এভাবে মারা যাওয়া কোন বাবা মেনে নিতে পারে! জিতুর পোস্ট দেখে শোকে কাতর হয়েছে তাঁর ভক্তরাও।

জিতুর ছেলের বয়স হয়েছিল মাত্র ১৯ বছর। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ছেলের সঙ্গে ছবি শেয়ার করতেন এই অভিনেতা। নেট-নাগরিকরা তাঁর ছেলের আত্মার শান্তি কামনা করছে।

 

বন্ধ করুন