শুভাঙ্গী আত্রে সম্প্রতি বিচ্ছেদের কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ১৯ বছরের বিবাহিত সম্পর্ক ভেঙে বেরিয়ে এলেন।
1/5ভাবিজি ঘর পার হ্যায় অঙ্গুরি ভাবী ওরফে শুভাঙ্গী আত্রে তাঁর স্বামী পীযূষের থেকে আলাদা হয়ে গিয়েছেন। অভিনেত্রী নিজেই জানালেন প্রায় এক বছর ধরে তাঁরা একে-অপরের থেকে আলাদা থাকছিলেন। তবে মেয়ের দায়িত্ব দুজনে ভাগাভাগি করেই নেবেন।
2/5এক সংবাদমাধ্যমকে শুভাঙ্গী জানিয়েছেন, ‘প্রায় এক বছর হয়ে গেছে আমরা একসঙ্গে থাকছি না। পীযূষ এবং আমি আমাদের বিয়ে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করেছিলাম। পারস্পরিক শ্রদ্ধা, সাহচর্য, আস্থা এবং বন্ধুত্ব একটি শক্তিশালী বিবাহের ভিত্তি। যাই হোক, আমরা অবশেষে বুঝতে পেরেছিলাম যে আমরা আমাদের পার্থক্যগুলি সমাধান করতে পারছি না এবং তারপর একে-অপরকে স্পেস দেওয়ার এবং আমাদের ব্যক্তিগত এবং কর্মজীবনে মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।’
3/5২০০৩ সালে ইন্দোরে বিয়ে করেন শুভাঙ্গী আর পীযূষ। বিয়ের দুই বছর পর তাঁদের মেয়ের জন্ম। দুজনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেও মেয়ের দেখভাল একসঙ্গেই করবেন। টিভির আঙ্গুরি ভাবী-র কথায় ‘ও নিজের মা এবং বাবা উভয়ের কাছ থেকে ভালোবাসা পাওয়ার যোগ্য। পীযূষ রবিবার করে আসে মেয়ের সঙ্গে দেখা করতে। আমি চাই না যে সে তার বাবার ভালবাসা থেকে বঞ্চিত হোক।’
4/5১৯ বছরের বিবাহিত সম্পর্ক থেকে বেরিয়ে আসা খুব একটা সহজ ছিল না বলেই জানিয়েছেন শুভেঙ্গী। জানালেন, ‘এটা এখনও কঠিন। আমার পরিবারই আমার সর্বোচ্চ অগ্রাধিকার, এবং আমরা সবাই তো আমাদের চারপাশে পরিবারকে চাই। তবে কিছু ক্ষতি মেরামতের বাইরে। যখন এত বছরের সম্পর্ক ভেঙে যায়, তখন তা আপনাকে মানসিক এবং আবেগগতভাবে প্রভাবিত করতে বাধ্য। আমিও প্রভাবিত হয়েছিলাম, কিন্তু আমাদের এই পদক্ষেপ নিতে হল।’
5/5২০০৬ সালে ‘কসৌটি জিন্দেগি কে’ দিয়ে তাঁর টিভি ক্যারিয়ার শুরু করেছিলেন এবং কস্তুরি এবং চিড়িয়া ঘর-এর মতো শোতেও অভিনয় করেছেন৷