আসছে ভাগ্যলক্ষ্মী। ঋত্বিক চক্রবর্তী এবং শোলাঙ্কি রায় অভিনীত এই সিনেমায় উঠে আসবে এক ঠান্ডা মাথায় খুন করার গল্প। সঙ্গে জড়িয়ে থাকবে টাকা পয়সার লেনদেনের ব্যাপার। ঘটনাচক্রে এসবে কি ভাগ্যলক্ষ্মী বদলাবে ঋত্বিক এবং শোলাঙ্কির, নাকি তাঁরাও জড়িয়ে পড়বে বিপদে? নাকি পুরোটাই তাঁদের করা?
ভাগ্যলক্ষ্মীর পোস্টার মুক্তি পেল
ভাগ্যলক্ষ্মী ছবিটির পরিচালনা করছেন মৈনাক ভৌমিক। এটি একটি আদ্যোপান্ত থ্রিলার যেখানে উঠে আসবে মধ্য ত্রিশের এক দম্পতির গল্প। আর এই দম্পতির চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী এবং শোলাঙ্কি রায়কে। তাঁদের ছেলেকে দিল্লিতে পড়তে পাঠানোর পরই বোরিং , একঘেঁয়ে, স্ট্রেসে ভরা জীবনে হাঁপিয়ে ওঠেন তাঁরা, অর্থাৎ সত্য (ঋত্বিক) এবং কাবেরী গঙ্গোপাধ্যায় (শোলাঙ্কি)। এমন সময় গল্পে টুইস্ট নিয়ে আসে সত্যর পুরোনো বন্ধু সায়ন।
সায়ন নিজেই একদিন সত্যদের বাড়ি আসে যেচে নিমন্ত্রণ জিয়েন তারপর আচমকাই ড্রাগের ওভারডোজে মৃত্যু হয় তাঁর। পরে থাকে তবে সঙ্গে করে আনা এক স্যুটকেস ভর্তি টাকা। টাকা লুকোতে গিয়ে মাদকচক্রের জালে জড়িয়ে পড়ে সত্য এবং কাবেরী। কিন্তু সেখান থেকে তাঁরা কীভাবে বেরোয় বা কী হয় তাঁদের সঙ্গে সেটাই এই সিনেমায় উঠে আসবে।
ভাগ্যলক্ষ্মী ছবিতে ঋত্বিক চক্রবর্তী, শোলাঙ্কি রায় ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা হবে স্বস্তিকা দত্ত, নীল মুখোপাধ্যায়, রতন সরখেল, প্রমুখকে। এদিন যে পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে ভাগ্যলক্ষ্মী ছবিটির সেখানে দেখা যাচ্ছে একটি ট্রলি থেকে একটা রক্ত মাখা হাত বেরিয়ে আছে। সঙ্গে ছড়িয়ে আছে টাকাও। আর মেঝে ভেসে যাচ্ছে রক্তে।