বলিউডের মিষ্টি অভিনেত্রীদের কথা যদি বলতেই হয় তাহলে ভাগ্যশ্রীর কথা না বললেই নয়। ৫৬ বছর বয়সেও তিনি একইভাবে সুন্দর এবং ফিট। আজ অর্থাৎ ১৩ মার্চ আচমকা পিকেল বল খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন তিনি। তারপর?
সোশ্যাল মিডিয়ায় ভাগ্যশ্রী যে ছবিগুলি পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, ভাগ্যশ্রী গুরুতরভাবে জখম হয়েছেন। ভ্রুর কাছে গভীর ক্ষত তৈরি হয়েছে। আপাতত তিনি ভর্তি রয়েছেন হাসপাতালে। চিকিৎসকদের চিকিৎসায় যে তিনি কিছুটা সুস্থ হয়েছেন, সেটাও বোঝা যাচ্ছে, শেষ ছবিটি দেখে, যেখানে মাথায় ব্যান্ডেজ বেঁধে হাসিমুখে ছবি তুলেছেন তিনি।
আরও পড়ুন: দুই পাশে দুইজনের অর্ধেক মুখ, মাঝে লেখা ‘শামিয়ানা’! জিতের বাড়ির বাইরে থাকা এই লেখার অর্থ কী?
পিকেল বল খেলা, অনেকটা টেনিস খেলার মতো। তবে বল শক্ত হওয়ার দরুন সেটি যদি কোনওভাবে আপনার শরীরের কোনও অংশে লেগে যায়, তাহলে যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। সেটাই হয়েছে ভাগ্যশ্রীর সঙ্গে। তবে ভাগ্যশ্রীর ভাগ্য ভালো যে একটুর জন্য চোখ বেঁচে গেছে।
ভাগ্যশ্রীর এই ছবিগুলি দেখে বোঝা যাচ্ছে যে তাঁর কপালে ১৩টি সেলাই পড়েছে। তবে অপারেশনের পর তিনি অনেকটা ভালো আছেন। অভিনেত্রীর ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সকলে অভিনেত্রী সুস্থতা কামনা করে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন। সিনেমা জগতের সঙ্গে এখন তিনি সেইভাবে যুক্ত না থাকলেও ভাগ্যশ্রীর ফ্যান ফলোইং কিন্তু আজও নেহাত কম নয়, তা এই পোস্টের কমেন্টবক্স দেখলেই স্পষ্ট হয়ে যায়।
কিছুদিন আগেই ভাগ্যশ্রী এবং উদিত নারায়ণের সঙ্গে একটি পুরনো মজাদার ভিডিয়ো তৈরি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিয়োয় ‘ম্যানে পেয়ার কিয়া’ সিনেমার গানের তালে তালে লিপ মেলাতে দেখা যায় অভিনেত্রীকে। উদিত নারায়ণের চুম্বন বিতর্ক ছড়িয়ে পড়ার পর এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় আরও একবার ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: ন্যাড়া মাথায় পরম, চোখে চশমা পরা উদ্বিগ্ন কৌশানী! প্রকাশ্যে সৃজিতের 'কিলবিল সোসাইটি'র ফার্স্ট লুক
আরও পড়ুন: আমিরের বাড়িতে হঠাৎ হাজির হলেন সলমন ও শাহরুখ! কী নিয়ে কথা হল ৩ খানের
প্রসঙ্গত, ১৯৮৯ সালে ‘ম্যায়নে পেয়ার কিয়া ’সিনেমায় অসাধারণ অভিনয় করে সকলের মন জিতে নিয়েছিলেন ভাগ্যশ্রী। এই সিনেমাই সলমনের ভাগ্য ফিরিয়ে দিয়েছিল। ‘ম্যানে পেয়ার কিয়া’ সাফল্যের পর কার্যত আর পিছনে ফিরে তাকাতে হয়নি ভাগ্যশ্রীকে। বলিউডকে তিনি দিয়েছেন একের পর এক দুর্দান্ত সিনেমা উপহার।