বাংলা নিউজ > বায়োস্কোপ > Bhagyashree: ভাগ্যশ্রীর স্টারডম বুঝত না শ্বশুরবাড়ি, স্বামী চায়নি বউ প্রেমের ছবিতে কাজ করুক…

Bhagyashree: ভাগ্যশ্রীর স্টারডম বুঝত না শ্বশুরবাড়ি, স্বামী চায়নি বউ প্রেমের ছবিতে কাজ করুক…

হিমালয় দাসানির অপছন্দের কারণেই ভালোমানের বলিউডি ছবিতে কাজ করার সুযোগ হয়ে ওঠেনি ভাগ্যশ্রীর। 

‘ম্যায়নে প্যায়ার কিয়া’ দিয়ে সাফল্যের যে শিখড়ে পৌঁছেছিলেন তা ধরে রাখতে পারেননি ভাগ্যশ্রী। অনেকেরই মত, কেরিয়ারের শুরুতেই বিয়ে করে নেওয়াই হল এর কারণ!

‘ম্যায়নে পেয়ার কিয়া’ দিয়েই যেন বলিউড সেনসেশন হয়ে গিয়েছিলেন ভাগ্যশ্রী। এত সুন্দরী নায়িকাকে দেখেই টপাটপ প্রেমে পড়তে থাকেন পুরুষ ভক্তরা। তবে, লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে হঠাৎই একদিন সরে দাঁড়ান তিনি। বিয়ের বহুদিন পর গত বছর থেকে তাঁকে টুকটাক দেখা যাচ্ছে বিনোদন দুনিয়ায়। এই যেমন এখন তাঁকে দেখা যাচ্ছে ‘স্মার্ট জোড়ি’তে। এতদিন কোথায় ছিলেন?

১৯৮৯ সালে সলমন খানের বিপরীতে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ দিয়াই ভাগ্যশ্রীর বলিউড ডেবিউ। সলমন আর ভাগ্যশ্রীকে একসাথে খুব পছন্দ করেছিলেন দর্শকরা। এরপর স্বামী হিমালয়ের সঙ্গে সুন্দরী নায়িকার দেখা মেলে ‘ক্যায়াদ মে হে বুলবুল’ (১৯৮৯) ও ‘ত্যায়াগী অ্যান্ড পায়েল’ (১৯৯২)-এ। 

সম্প্রতি ‘বলিউড লাইফ’কে দেওয়া সাক্ষাৎকারে ভাগ্যশ্রী জানিয়েছেন, ‘এমন একতটা পরিবারে আমার বিয়ে হয়েছিল, যাদের সঙ্গে সিনেমার কোনও সম্পর্কই নেই। তাই ওরা ওখানকার কিছুই বোঝা না। যেই মুহূর্তে আমি ঘরে পা দিতাম, আমি কিন্তু আর নায়িকা ভাগ্যশ্রী থাকতাম না। আর পাঁচটা হাউজওয়াইফের মতো আমাকে ঘরের কাজে হাত লাগাতে হত।’ আরও পড়ুন: ‘আমি পালিয়ে বিয়ে করিনি’, চোখের জলে স্মার্ট জোড়ির মঞ্চে ভাগ্যশ্রী, হল মালাবদল

বিয়ের পর ভাগ্যশ্রীকে দেখা গিয়েছে স্বামী হিমালয় দাসানির সাথে কিছু ছবিতে। টুকটাক ছবিও করেছেন, তবে সেভাবে হিট আর পাননি। সলমনের নায়িকার কথায়, ‘আমি আপনাদের বলে রাখি হিমালয় আমায় নিয়ে খুব পজেসিভ। ওকে ছাড়া ছবিতে কাজ করার জন্য খুব সামান্য অপশন আমার হাতে ছিল। আমি সেগুলো নিয়েছিলামও। বলিউডে রোম্যান্স ছাড়া ছবি কই। আর সেই ধরনের ছবিতে আমার কাজ করতে আমায় দেখে ওর খুব একটা ভালো লাগত না। তখনই দরকার পড়ল কোনটা বেশি গুরুত্বপূর্ণ বেছে নেওয়ার। আর আমি আমাদেরকেই বেছে নিয়েছিলাম।’ 

১৯৯০ সালে বাড়ির অমতে হিমালয় দাসানিকে বিয়ে করেন ভাগ্যশ্রী। তাঁদের দুই সন্তান-- ছেলে অভিমন্যু দাসানি ও মেয়ে অবন্তিকা দাসানি।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার 'কর্মবিরতিতে' প্রাইভেট হাসপাতালের চিকিৎসকরা ‘সহ্য় করা কঠিন…’! স্ত্রী-সন্তান না থাকায় ‘একা’ লাগত, সিমিকে জানান রতন টাটা ইমেল ডাউনলোড করবেন কিন্তু কীভাবে করতে হয়? জেনে নিন পদ্ধতি জাপানে পড়াশোনায় ইচ্ছুক? ভিসা পাবেন খুব সহজে, জেনে নিন আরও বেশি করে Gold Loan নিচ্ছেন গ্রাহকরা, তাহলে RBI চিন্তিত কেন? নুন থেকে IT,১০ সেক্টরে ৩০ সংস্থা; টাটা গোষ্ঠীর অধীনে কোন কোন কোম্পানি আছে জানেন? Walking Benefits: দুপুরের লাঞ্চের পর ১০০ কদম হাঁটাই যথেষ্ট! 'ব্রাহ্মণ' হওয়ার গর্ব জাহির করতে গাড়িতে বিতর্কিত পোস্টার বেঙ্গালুরুর CEO-র বনবাস কাটিয়ে কামব্যাক, রঞ্জিতে ঝাড়খণ্ডের অধিনায়ক ইশান স্ক্রিনিংয়ে কেউ হাসেনি ওয়ালকাম দেখে, স্ট্রেসের কারণে হাসপাতালে ভর্তি হন পরিচালক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.