ভাইদুজ উৎসবে মেতে উঠেছেন বলিউড তারকারা। প্রিয়াঙ্কা চোপড়া থেকে অভিষেক বচ্চন বলিউড তারকারা ভাইবোনদের সঙ্গে এ দিন তাঁদের বন্ধন উদযাপন করছেন। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে নেটমনাধ্যমের পাতায় ছবি শেয়ার করেছেন তারকারা। দেখুন বলি তারকাদের ভাইদুজের ছবি-
দাদা সইফ আলি খানকে ভাইদুজের শুভেচ্ছা জানিয়ে পুরনো এক ফটোশ্যুটের ভিডিয়ো পোস্ট করেন বোন সোহা আলি খান। পোস্টের ক্যাপশনে লেখা, ‘নিজের কাছে নিজেকে সৎ রাখার জন্য সর্বদা অনুপ্রেরণা দিয়েছ তুমি। ধন্যবাদ। ভাইদুজের শুভেচ্ছা।’
আরও পড়ুন: ‘মনজিল অউর ভি হ্যায়’: নতুন চ্যাট শো আনছেন অনুপম খের, কী হবে সেখানে
ভাইবোন অভিষেক বচ্চন এবং শ্বেতা বচ্চনও একসঙ্গে উদযাপন করেছেন দিনটা। সোশ্যাল মিডিয়ায় শ্বেতা অভিষেকের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে লেখেন, ‘অসাধারণ মানুষ। রৌদ্র এবং রামধনু। শুভ ভাই দুজ।’
আরও পড়ুন: ব্রাত্য-জয়ার ‘ঝরা পালক’-এ নতুন মুকুট, ঢাকা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে এই ছবি
প্রিয়াঙ্কা চোপড়াও ভাইদুজে তাঁর ভাই সিদ্ধার্থকে আন্তরিক শুভেচ্ছা পাঠিয়েছেন। কোয়ান্টিকো অভিনেতা তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভাইয়ের ছবি শেয়ার করে লেখেন, ‘শুভ ভাইদুজ @siddharthchopra89। সবসময় হাসিখুশি থেকো।’
অভিনেতা কুণাল খেমুও বোন করিশ্মার সঙ্গে এ দিন একটি ভিডিয়ো পোস্ট করেন। বোনের সঙ্গে গিটার বাজিয়ে গান গাইতে দেখা গিয়েছে তাঁকে। ক্যাপশনে লেখা, ‘ভাই ভাই ঘাই ঘাই! আপনাদের সকল প্রিয় ভাই ও বোনদের শুভ ভাইদুজ। একে অপরকে বিরক্ত করা আমাদের জন্মগত অধিকার (হার্ট ইমোজি) এবং তাই ভালোবাসার জন্য কিছু করা .. আমি ভালোবাসি তোকে bya।’
অভিনেত্রী নীনা গুপ্তা সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ভিডিয়ো শেয়ার করে তার ভক্তদের ভাই দুজের শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনেতা কার্তিক আরিয়ান ভাইদুজ উপলক্ষে দিদি কৃতিকার সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। একটি ছবিতে ভুল ভুলাইয়া ২ অভিনেতাকে তাঁর বোনের পা স্পর্শ করতে দেখা গিয়েছে। অন্যটিতে কৃতিকা কার্তিকের কপালে টিকা পরিয়ে দিচ্ছেন।