বাংলা নিউজ > বায়োস্কোপ > শাড়ি পরে শাশুড়ি রুদ্রনীল, বৌমা প্রতীক! 'ভজহরি রান্না'এ কজ্বি ডোবাবে দর্শক

শাড়ি পরে শাশুড়ি রুদ্রনীল, বৌমা প্রতীক! 'ভজহরি রান্না'এ কজ্বি ডোবাবে দর্শক

ভজহরি রান্না

'ভজহরি রান্না' অন্য বেশে থাকছেন রুদ্রনীল-প্রতীক! ঘোষণা প্রযোজক রানা সরকারের। 

কোর্টের ওপর গাঢ় নীল রঙের শাড়ি! শঙ্খ বাজাচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। কপালে টিপ, চোখে চশমা- এক অন্য বেশেই ধরা দিলেন অভিনেতা। ঠিক তারপাশে গোলাপি শাড়ি গায়ে জড়িয়ে, মাথায় ঘোমটা তুলে দাঁড়িয়ে অভিনেতা প্রতীক সেন। প্রযোজক রানা সরকার ফেসবুকে শেয়ার করেছেন এই ছবি। 

আচমকা কেন এই ছবি শেয়ার করছেন রানা সরকার, নেটিজেনের অনেকের মনেই উঠছে প্রশ্ন। সূত্রের খবর, 'ভজহরি রান্না' নামে একটি রান্নার শো নিয়ে আসছেন প্রযোজক। বিনোদন থেকে রাজনৈতিক মহল, খেলার ময়দান.. বিভিন্ন নামী-দামী ব্যক্তিত্ব হাজির হবেন এই রান্নার শো-তে। পছন্দের রান্নার রেসিপি দর্শকদের সঙ্গে ভাগ করে নেবেন তাঁরা। পাশাপাশি নানা অজানা গল্প, তাঁদের স্মৃতির কথাও ভাগ করে নেবেন।

ছবি পোস্ট করে প্রযোজক লিখেছেন, ‘রুদ্রনীল শাশুড়ি আর তাঁর বউমা প্রতীক সেন’। রান্নার অনুষ্ঠানে এই অবতারেই দেখা যাবে টলিউডের দুই অভিনেতাকে। তাঁদের এই লুক দেখে রীতিমতো চোখ ধাঁধিয়েছে নেটিজেনের। আসন্ন নতুন এই রান্নার শো নিয়ে রীতিমতো কৌতুহল রয়েছে টেলি দর্শকের একাংশের। 

 

 

বন্ধ করুন