বাংলা নিউজ > বায়োস্কোপ > Bhalobasha Not Out: সিঙ্গেল মাদারের মেয়ে অয়ন্যা, আসছে পরিচালক সায়নের ‘ভালোবাসা নট আউট’

Bhalobasha Not Out: সিঙ্গেল মাদারের মেয়ে অয়ন্যা, আসছে পরিচালক সায়নের ‘ভালোবাসা নট আউট’

 ‘ভালোবাসা নট আউট’ ছবির টিজার পোস্টার

Bhalobasha Not Out: পরিচালনায় সায়ন বসু চৌধুরী। প্রকাশ্যে এসেছে ‘ভালোবাসা নট আউট’ ছবির টিজার পোস্টার। চলতি মাস থেকেই ছবির শ্যুটিং শুরু হবে। কলকাতা বিভিন্ন জায়গায় হবে এই ছবির শ্যুটিং।

পরবর্তী ছবির শ্যুটিং শুরু করার জন্য প্রস্তুত পরিচালক সায়ন বসু চৌধুরী। ছবির নাম ‘ভালোবাসা নট আউট’। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন নবাগত পার্থ দত্ত ও পায়েল চট্টোপাধ্যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শিশুশিল্পী অয়ন্যা চট্টোপাধ্যায়কে। ‘মিনি’ ছবির পর এটি অয়ন্যার এটি দ্বিতীয় ছবি।

নতুন ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে পরিচালক সায়ন বসু চৌধুরী হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছেন, ‘এক সিঙ্গেল মাদার, যার এক কন্যা সন্তান রয়েছে। ডেটিং সাইটের মাধ্যমে ওই মহিলার সঙ্গে একটি ছেলের আলাপ হয়। সেখান থেকে তাঁদের সম্পর্কের বন্ধন দৃঢ় হয়। তিনজনের মধ্যে একটা পারিবারিক বন্ধনও তৈরি হয়। এটা নিয়েই পুরো গল্প’। তবে গল্পে সমস্যার সূত্রপাত অন্য জায়গায়। এর থেকে বেশি আপতত বলতে নারাজ পরিচালক।

ছবির কাস্ট পার্থ দত্ত, পায়েল চট্টোপাধ্যায়, অয়ন্যা চট্টোপাধ্যায়
ছবির কাস্ট পার্থ দত্ত, পায়েল চট্টোপাধ্যায়, অয়ন্যা চট্টোপাধ্যায়
‘ভালোবাসা নট আউট’ ছবির টিজার পোস্টার
‘ভালোবাসা নট আউট’ ছবির টিজার পোস্টার

প্রকাশ্যে এসেছে ছবির টিজার পোস্টার। চলতি মাস থেকেই শুরু হবে ছবির শ্যুটিং। কলকাতা বিভিন্ন জায়গায় হবে শ্যুটিং। ছবির প্রযোজনায় মোজোটেল এন্টারটেনমেন্ট, সহ প্রোযোজনায় মভিং রিল এন্টারটেনমেন্ট। আগামী বছর মুক্তি পাবে ‘ভালোবাসা নট আউট’।

 

বন্ধ করুন