‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়কে নিয়ে অংশ নিয়েছেন ভরত কল। সেখানেই অভিনেতা জানিয়েছিলেন নিজের ক্যানসারের কথা। সেই নিয়েই প্রশ্ন তুললেন একজন দর্শক। সরাসরি পরদার খলনায়ককে জিজ্ঞেস করলেন কেন তিনি ক্যানসার নিয়েও দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিলেন?
‘ভরতবাবু আপনাকে যত দেখি অবাক হয়ে যাই। আপনি জানেন আপনি এই পৃথিবীতে বেশিদিন নেই। তাও নিজের থেকে এত ছোট একটা মেয়েকে বিয়ে করলেন, একটা ফুটফুটে সন্তানকে পৃথিবীতে আনলেন। নিজের স্বার্থের জন্য এত দায়িত্বজ্ঞানহীন কাজ করলেন কীভাবে? একবারও ভাবলেন না আপনি চলে গেলে ওদের কী হবে?’, প্রশ্ন তোলেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি।
এরপর ভরত উত্তরে জানান, ‘আমার জয়শ্রীকে নিয়ে ভয় নেই। জানি ও ফাইটার। তবে আমার চিন্তা হয় আরিয়াকে নিয়ে। আমি প্রথম এপিসোডেও তা বলেছিলাম। শুধু একটা কথাই বলব, মানুষের সময় কোনটা ঠিক সেটা কী বলবে!’ আরও পড়ুন: টাকার জন্য ‘বুড়ো’ সুদীপকে বিয়ে করেছে পৃথা, ‘ইস্মার্ট জোড়ি’-তে জবাব তারকা জুটির
এর আগেও ইস্মার্ট জোড়িতে ভরতকে বলতে শোনা গিয়েছিল, ‘আমি মেয়ে আরিয়াকে সেটেল করে দিয়ে যেতে চাই। হয়তো নিজের চোখে সেটা দেখে যেতে পারব না। তবে সব যেন ঠিক থাকে তা নিশ্চিত করে যেতে চাই।’
প্রসঙ্গত, ভরত কল একসময় পরিচিত ছিলেন ইন্ডাস্ট্রির ক্যাসানোভা হিসেবে। অনুশ্রী দাসের স্বামী ছিলেন ভরত। তারপর একাধিক নায়িকার সঙ্গে নাম জড়ায়। মুম্বই গিয়ে অভিনেত্রী সায়ন্তনী ঘোষের সঙ্গে লিভ ইনেও ছিলেন। তারপর ২০১৫ সালে হঠাৎই জানা যায় জয়শ্রীকে বিয়ে করছেন ভরত। একসঙ্গে তাঁরা ‘রাজযোটক’, ‘আপনজন’ মেগায় কাজ করেছেন। সেখান থেকেই প্রেম আর বিয়ে।