বাংলা নিউজ > বায়োস্কোপ > Bharti Singh Baby Girl: মেয়ের মা হয়েছেন ভারতী? লাইভে এসে ভক্তদের যা বললেন

Bharti Singh Baby Girl: মেয়ের মা হয়েছেন ভারতী? লাইভে এসে ভক্তদের যা বললেন

মেয়ের মা হলেন ভারতী? (ছবি ইনস্টাগ্রাম)

ভারতীর কোলে এল ফুটফুটে মেয়ে! জানুন সত্যি খবর। 

কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ভারতী সিং, আপাতত এমনই খবর ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকে অনেকেই ভারতীকে শুভেচ্ছা ভরা বার্তা পাঠাতে শুরু করে দিয়েছেন। তবে, হঠাৎই লাইভে এসে কমেডিকুইন ভারতী জানালেন, এসব খবর ভুয়ো। গুজবে কান না দিতেও অনুরোধ করলেন তিনি।

ভারতী জানালেন, যে কোনও সময়তেই এখন তাঁর সন্তানের জন্ম হতে পারে। তাঁরা এপ্রিলের ফার্স্ট উইকেই আশা করছেন। সাথে এটাও জানালেন তিনি এখনও কাজ করছেন। রয়েছেন ‘খতরা খতরা’র সেটে। আর সেখান থেকেই একটু ফাঁক মিলতেই ঠিক করেছেন লাইভে এসে সবার ভুল ভাঙাবেন।

ভারতীকে বলতে শোনা গেল, ‘আমি আর হর্ষ যখন আমাদের সন্তানকে নিয়ে কথা বলি, ভাবি কী করে ওর যত্ন করব, দেখভাল করব। তবে একটা জিনিস নিশ্চিত, আমাদের ছেলে/মেয়েও আমাদের মতোই মজার হবে।’

ডিসেম্বরে নিজের ইউটিউব চ্যানেলে প্রেগন্যান্সির ঘোষণা করে দিয়েছিল ভারতী। তারপর থেকে কাজের মধ্যেই নিজেকে ব্যস্ত রেখেছেন। ‘হুনরবাজ’-ও হোস্ট করছেন তিনি হর্ষর সাথে। প্রেগন্যান্সি শ্যুট করেও সকলকে চমকে দিয়েছিলেন।

২০১৭ সালের ডিসেম্বর মাসে গোয়ায় বিয়ে হয় হর্ষ আর ভারতীর। সন্তান নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন ভারতী এর আগেই। সাথে জানিয়েছিলেন, কীভাবে কিছু শারীরিক জটিলতার জন্য তাঁরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে এবার ‘গুড নিউজ’ এল বলে!

বন্ধ করুন