বাংলা নিউজ > বায়োস্কোপ > ছেলে লক্ষ্যর রাজকীয় বেবি নার্সারি ঘুরে দেখালেন ভারতী-হর্ষ, প্রতিটা কোণায় চমক!

ছেলে লক্ষ্যর রাজকীয় বেবি নার্সারি ঘুরে দেখালেন ভারতী-হর্ষ, প্রতিটা কোণায় চমক!

একরত্তি ছেলে লক্ষ্যের মুখ সকলের সামনে আনলেন ভারতী-হর্ষ

হর্ষ লিম্বাচিয়া ও ভারতী সিং প্রথমবার ছেলে লক্ষ্যের মুখ দেখালেন।

কমেডি কুইন ভারতী সিং এবং হর্ষ লিম্বোচিয়ার জুটি দারুণ জনপ্রিয় দর্শকমহলে। শুধু হর্ষ ও ভারতীর কমেডিই নয়, তাঁদের রোম্যান্সও দর্শকদের আকর্ষণ করে।

এপ্রিলে এই কমেডিয়ান জুটির কোল আলো করে আসে ফুটফুটে পুত্রসন্তান। এতদিন ছেলের নাম প্রকাশ করলেও ছবি প্রকাশ্যে আনেননি। এ বার দম্পতি নিজেদের ইউটিউব চ্যানেলের ভ্লগে ছেলের মুখ প্রকাশ্যে এনেছেন। এর আগে সোশ্যাল মিডিয়ায় একরত্তির মুখের ছবিও পোস্ট করেছেন তাঁরা।

ভিডিয়োর শুরুতেই ভারতী বলেন, ‘হর্ষ স্নান করতে গিয়েছে। আজকে তোমরা লক্ষ্যকে দেখবে। অনেক মেসেজ পেয়েছি, অনেক কটূক্তিও শুনেছি, অবশেষে আজকে তোমাদের গোলাকে দেখাবো। যদিও জন্মদিনের ভ্লগে দেখানো উচিৎ ছিল, কিন্তু বাইরে গেলে ভালো করে দেখানো হতো না।’

এরপরই ভিডিয়োতে দেখা গিয়েছে ঘরভর্তি বেলুন, ব়্যাপারে সাজানো। সুন্দর একটা বড় গিফ্ট বক্স রাখা। সেই বক্সেই মধ্যেই একরত্তিকে রেখে সকলের সামনে আনবেন বলে জানিয়েছেন ভারতী। এরপর ছেলের শোওয়ার বিছানা থেকে পুতুল এবং নানা জিনিস ভিডিয়োর দর্শকের ঘুরিয়ে ঘুরিয়ে দেখান কমেডি কুইন।

দেখা যায়, ওই বড় গিফ্ট বক্সের ঢাকনা সরিয়ে সকলের সঙ্গে একরত্তির পরিচয় করান ভারতী এবং হর্ষ। সাদা-লালের ওয়ান জি পরে বক্স শুয়ে খেলা করছে একরত্তি। অবাক তাঁর চাউনি। তাঁকে কোলে নিয়ে আদরে ভরিয়ে দেন মা-বাবা ভারতী-হর্ষ। সামনে রাখা বড় কেক। একরত্তির তিন মাস বয়স উপলক্ষে এই আয়োজন। কেকের উপর একরত্তির নাম লেখা ‘লক্ষ্য’।

এরপর কেকে কেটে খুনসুটি করতে দেখা গিয়েছে কমেডিয়ান দম্পতিকে। একরত্তির সঙ্গে নানা মিষ্টি মুহূর্তও ফুটে উঠেছে ভিডিয়োতে।

বন্ধ করুন
Live Score