বাংলা নিউজ > বায়োস্কোপ > ছেলের বয়স ৩ মাস হতেই মুখ দেখালেন ভারতী-হর্ষ, ‘মায়ের মতো দেখতে’, বলছে নেটপাড়া

ছেলের বয়স ৩ মাস হতেই মুখ দেখালেন ভারতী-হর্ষ, ‘মায়ের মতো দেখতে’, বলছে নেটপাড়া

ছেলের মুখ দেখালেন ভারতী আর হর্ষ। 

ছেলের বয়স ৩ মাস হয়ে যেতেই আর দেরি করলেন না ভারতী-হর্ষ। খুদের ভিডিয়ো শেয়ার করে নিলেন নিজেদের ইউটিউব চ্যানেলে। খুদেকে ভালোবাসায় ভরিয়ে দিল সবাই। 

৩ এপ্রিল ছেলের জন্ম দিয়েছিলেন ভারতী সিং আর হর্ষ লিম্বাচিয়া। তবে ছেলের ছবি দিলেও, মুখ দেখাননি তাঁরা। যা নিয়ে একটু হতাশা ছিল নেট-নাগরিকদের। যেখানে প্রেগন্যআন্সির খুঁটিনাটি সকলের সঙ্গে ভাগ করেছেন ভারতী, সেখানে ছেলের মুখ দেখাতে দেরি করায় অধৈর্য হয়ে পড়েছিল ভক্তরা। বারবার অনুরোধও করছিল সবাই সোশ্যাল মিডিয়ায়।

ছেলের বয়স ৩ মাস হয়ে যেতেই আর দেরি করলেন না ভারতী-হর্ষ। খুদের ভিডিয়ো শেয়ার করে নিলেন নিজেদের ইউটিউব চ্যানেলে। এই ভিডিয়োতে লক্ষ্য ওরফে গোলার ঘরে ঘুরে দেখালেন ভারতী সক্কলকে। গোলার প্রত্যেকটা খেলনা, বেবি কট-- সবটা।

পুরো ঘরটা সাজানো হয়েছিল নীল, সাদা আর সিলভার রঙের বেলুন দিয়ে। ছিল সাদা রঙের ফুল। আর একটা বড় বেলুনে বড় বড় করে লেখা ছিল লক্ষ নামটা। ছিল একটা ম্যাঙ্গো ফ্লেবারের কেক। তাতেও নাম লেখা হয়েছিল ভারতী আর হর্ষের ছেলের।

দেখুন ভারতী-হর্ষের ছেলে লক্ষ্য ওরফে গোলাকে।
দেখুন ভারতী-হর্ষের ছেলে লক্ষ্য ওরফে গোলাকে।

চমক দিয়েই ছেলের মুখ দেখান নতুন মা-বাবা। একটা বড় কালো বাক্সর ঢাকনা খুলেই বেরিয়ে আসে লক্ষ্যর মুখখানা। সাদা-লাল পোশাক এদিন ছেলেকে পরিয়েছিলেন ভারতী-হর্ষ। ছেলেকে নিয়ে কেক কাটেন তাঁরা, দু'জনে খেলাও করেন। ভারতী বলেন, ছেলের সমস্ত স্বভাব একেবারে তাঁর মতো হয়েছে, যাকে বলে ‘মাম্মাস বয়’। আর তাতে হর্ষের জবাব, ‘কিছু স্বভাব বাবার মতোও পেয়েছে। কিন্তু সমস্যা হল মায়ের মতো ওরও কোনও ঘাড় নেই। ঘাড়বিহীন বাচ্চা আমাদের।’

নেটপাড়ার সকলে ভালোবাসা, আদরে ভরিয়ে দিয়েছে এই ছোট্ট রাজপুত্রকে। সঙ্গে আবার কারও কারওমত, পুরো মায়ের মতোই দেখতে হয়েছে গোলা।

 

 

বন্ধ করুন