বাংলা নিউজ > বায়োস্কোপ > Bharti Singh: ভারতীর ছেলেকে গাল টিপে আদর করল এক ভক্ত, তারপর যা হল… অবিশ্বাস্য!

Bharti Singh: ভারতীর ছেলেকে গাল টিপে আদর করল এক ভক্ত, তারপর যা হল… অবিশ্বাস্য!

ছেলেকে নিয়ে শ্যুটে যেতেই সবাই ঘিরে ধরল ছোট্ট গোলাকে। 

নিজেকে আরও একবার মাটির মানুষ বলেই প্রমাণ করলেন ভারতী সিং। যেভাবে কোলে নিয়ে ভক্তদের সঙ্গে মিশলেন, কথা বললেন, ছেলেকে আদরও করতে দিলেন, তা সত্যিই প্রশংসাযোগ্য। 

শুধু টিভি শো-তে নয়, বাস্তবেও লোকের মুখে নিমেষে হাসি ফোটাতে পারেন কমেডি কুইন ভারতী সিং। সঙ্গে খুব সহজে আমজনতার সঙ্গে মিশেও যান। সম্প্রতি সোশ্যালে এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ছেলে গোলাকে নিয়ে সেটে গেছেন ভারতী। সেখানে মিডিয়ার সঙ্গে যেমন গল্প করলেন ছবি জিলেন তেমনই উপস্থিত জনতার সঙ্গেও কথা বলতে দেখা গেল।

খুদে ছেলেকে নিয়ে হাজির ছিলেন এক মা। আর সেই বাচ্চাটার চোখের মণি দেখেই ভারতী বলে ওঠেন, ‘ওমা এটা তো লেন্স পরা বাচ্চা’। সেই মায়ের সঙ্গে গল্প করেন ভারতী। ওই বাচ্চাটাকে আদরও করেন। এমনকী কোলে নিয়ে ফোটোও তোলেন। আর ভারতীর এহেন স্বভাবই মন কাড়ল সকলের।

একজন কমেন্টে লিখলেন, ‘ভারতী খুব ডাউন টু আর্থ। নয়তো কোনও তারকা নিজের বাচ্চাকে ধরতেই দেবে না ফ্যানদের।’ অপরজন লিখলেন, ‘ভারতী সত্যি সেরা’। আরও পড়ুন: দুই ছেলে নিয়ে পুজো করল একতা-তুষার! গণেশ পুজোয় বসল চাঁদের হাট

৩ এপ্রিল ছেলের জন্ম দিয়েছিলেন ভারতী সিং আর হর্ষ লিম্বাচিয়া। ছেলের ভালো নাম রেখেছেন লক্ষ্য। ছেলের বয়স ৩ মাস হয়ে যেতে প্রথম ছেলের মুখ সামনে আনেন তাঁরা। ছবি দেন সোশ্যাল মিডিয়ায়। তবে মা হওয়ার ১২ দিনের মাথায় কাজে এসেছিলেন তিনি। তা নিয়ে ট্রোলও হয়েছিল। এক সাক্ষাৎকারে ভারতী সেই সময় বলেছিলেন, ‘আমি তো ভাবতেই পারতাম না আমাকে নিয়েও ট্রোল হতে পারে। এই পরিস্থিতিতে না এলে জানতেও পারতাম না।’ আরও পড়ুন: ‘এখন বলছে বিজেপি নাকি লাল সিং ফ্লপ করিয়েছে’, আমিরকে কটাক্ষ বিবেক অগ্নিহোত্রির

সম্প্রতি ই-টাইমসকে এক সাক্ষাৎকারে ভারতী বলেন, ‘আমার সন্তান বাড়িতে একা নেই। আমার পরিবার, দু'জন সাহায্যকারী, হর্ষের পরিবার, আমার ভাগ্নি আমাকে সাহায্য করার জন্য সবসময় রয়েছে। ওর দিকে নজর রাখার জন্য বাড়িতে ক্যামেরা ইনস্টল করা আছে। আর তাতে ও সবসময় নিরাপদ। তাই ওকে বাড়িতে রেখে যাওয়া নিয়ে আমি চিন্তা করি না বা নিজেকে দোষীও ভাবি না এই কারণে।’

২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতী এবং হর্ষ। গত বছর সোশ্যাল মিডিয়ায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করেছিলেন কর্তাগিন্নি। তবে শ্যুট মিটলেই এখন বাড়িতে ছোটেন তিনি। কাজের ফাঁকে সবটুকু সময় একরত্তি ছেলের। গোলার ভিডিয়োও তিনি দিয়ে থাকেন অনুরাগীদের জন্য।

 

বন্ধ করুন
Live Score