বাংলা নিউজ > বায়োস্কোপ > Video: ছেলের কী নাম রেখেছেন? ভিডিয়ো শেয়ার করে সক্কলকে জানালেন ভারতী আর হর্ষ

Video: ছেলের কী নাম রেখেছেন? ভিডিয়ো শেয়ার করে সক্কলকে জানালেন ভারতী আর হর্ষ

ছেলের কী নাম রাখলেন ভারতী আর হর্ষ, জানুন। 

ছেলের দিকে তাকিয়েই নাকি এখন সময় কাটছে কমেডি কুইনের। তবে ভিডিয়ো বানাতে ভোলেননি অনুরাগীদের জন্য!

দিন কয়েক আগেই ছেলের জন্ম দিয়েছেন টিভি জুটি ভারতী সিং আর হর্ষ লিম্বাচিয়া। এবার নিজেদের ইউটিউব চ্যানেল Lol (Life of Limachiyaa's)-তে ভাগ করে নিলেন ছেলেকে নিয়ে বাড়িতে প্রথমবার পা রাখার ভিডিয়ো। হাসপাতালের শেষ দিন, জুনিয়ার ভারতীর গাড়ি চেপে বাড়িতে আসা, আর তাঁরা ছেলেকে ভালোবেসে কী নামে ডাকেন সেটাও জানালেন ওই ভিডিয়োতেই।

ভারতী হাসপাতাল থেকে ভিডিয়োতে জানান, ‘মেয়ের ইচ্ছে ছিল আমার আর হর্ষের। তবে যা হয়েছে সেটাই আমরা আপন করে নিয়েছি।’ সঙ্গে জানান কীভাবে সন্তান জন্মের পরেই তাঁদের বাড়ির সবকিছু বদলে গিয়েছে। ছেলেকে ভালোবেসে ‘গোল্লা’ নাম দিয়েছেন! এখন ওই নাকি পরিবারের আসল তারকা!

ভারতীকে বলতে শোনা যায়, ‘এটা একেবারেই একদম অন্যরকম একটা অভিজ্ঞতা। একদম অসাধারণ। তোমার সবসময় মনে হবে বাচ্চাকে দেখি। আমি তো গোটা দুনিয়াই ভুলে গেছি। আমরা ওকে গোল্লা বলি কারণ ও বেশ গোলুমোলু। এখন বুঝতে পারি কেন আমাদের বাবা-মায়েরা আমাদের নিয়ে এত চিন্তা করত। এটা দারুণ অভিজ্ঞতা। আমরা দু'জন হাসপাতালে এসেছিলাম, এখন তিনজনে ফিরছি। আমরা দু'জন তো ওরদিকে তাকিয়েই ঘণ্টাখানেক পার করে দিতে পারি। কারণ ও এক মিনিটে হাজার রকমের মুখভঙ্গি করে। বাচ্চা আর আমি দু'জনেই ভালো আছি।’

৩ এপ্রিল ছেলে হয় ভারতীর। এখনও খুদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি এই তারকা দম্পতি। গত ডিসেম্বরে নিজের ইউটিউব চ্যানেলে প্রেগন্যান্সির ঘোষণা করেছিলেন ভারতী। অন্তঃসত্ত্বা অবস্থায়ও কাজ চালিয়ে গিয়েছিলেন। হর্ষর সঙ্গে ‘হুনরবাজ’-ও হোস্ট করছেন। প্রেগন্যান্সি শ্যুট করেও সকলকে চমকে দিয়েছিলেন তিনি।

 

বন্ধ করুন