অনেকদিন ধরেই দ্বিতীয় সন্তান নেওয়ার ইচ্ছাপ্রকাশ করে আসছিলেন ভারতী সিং। এবার লক্ষ্মীপুজোর দিন সুখবর ভাগ করে নিলেন তিনি সকলের সঙ্গে। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে ভক্তদের এই সুখবর দিয়েছেন। শুধু তাই নয়, সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন তিনি গর্ভাবস্থা নিয়ে। ভারতী জানিয়েছেন যে, তিনি বর্তমানে ২.৫ মাসের প্রেগন্যান্ট। আর নিজেই এতদিন বুঝতে পারেননি সেই কথা। ভারতী জানান যে, তাঁর ওজনের কারণেই তিনি তা বুঝে উঠতে পারেননি।
পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতী খোলামেলা কথা বলেছেন। তিনি বলেন, ওজনের কারণে তিনি বুঝতে পারছিলেন না যে তিনি গর্ভবতী। তিনি যথারীতি সেটে শুটিং করতে যাচ্ছিলেন, খাবার খেতেন, ঘরের কাজও করছিলেন। এমনকী 'ডান্স দিওয়ানের মঞ্চেও পারফর্ম করছিলেন তিনি। তিনি জানতেন না যে তার ভেতরে একটি নতুন জীবন তৈরি হচ্ছে।
ভারতী সিং বলেন, ‘আমি যখন গর্ভবতী হই, তখন আড়াই মাস বুঝতে পারিনি। মোটা মানুষ তো। আমি শুটিং করছিলাম, দৌড়াচ্ছিলাম, নাচছিলাম। হঠাৎ মনে হল একবার দেখে নেওয়া যাক। যখন আমি চেক করলাম, আমি টেস্ট কিটটি নামিয়ে রেখেছিলাম এবং বাইরে এসেছিলাম কারণ কোনও প্রত্যাশা ছিল না। তারপর ফিরে এসে দেখলাম কিটের উপরে দুটো লাইন আছে। আমি হর্ষকে তক্ষুণি সেই খবরটা দেই। সুতরাং এটি আমাদের জন্য একটি বিস্ময় ছিল। আমরা মনে করি সন্তান নেয়ার এটাই সঠিক সময়।’
বর্তমানে সুইৎজারল্যান্ডে ছুটি কাটাচ্ছেন ভারতী ও তাঁর পরিবার। আর সেখানকার মনোরম পরিবেশের মাঝেই বেবিবাম্পে সামনে এলেন তিনি। নিজের ও হর্ষের ছবি শেয়ার করে কমেডি কুইন লিখলেন, ‘আমরা আবার গর্ভবতী 😍🧿❤️🥳 #blessed #ganpatibappamorya #thankyougod #babycomingsoon🙏❤️’
ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন তারকা এবং বন্ধু এই দম্পতিকে অভিনন্দন জানাতে পোস্টে মন্তব্য করেছেন। অভিনেত্রী পরিণীতি চোপড়া, এশা গুপ্তা, ধৃস্তি ধামি, জান্নাত জুবায়ের, অভিষেক মালহান এবং অঞ্জলি আনন্দ এই পোস্টে মন্তব্য করেছেন।
ভারতী ২০১৭ সালে গোয়ায় হর্ষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধহন। তাঁরা ২০২২ সালের ৩ এপ্রিল ছেলে গোল্লার জন্ম দেন। আর এবার ৩ বছরের গোল্লার বড় দাদা হওয়ার পালা। ভারতীর শখ একটি কন্য়া সন্তানের। দেখার সেই ইচ্ছেপূরণ হয় নাকি!