বাংলা নিউজ > বায়োস্কোপ > Bharti Singh: ডেলিভারির আগের দিনও শ্যুট, ভারতীকে দেখে নেটপাড়া বলল, ‘মেয়েরাই সুপারহিরো’

Bharti Singh: ডেলিভারির আগের দিনও শ্যুট, ভারতীকে দেখে নেটপাড়া বলল, ‘মেয়েরাই সুপারহিরো’

ডেলিভারির আগেরদিন শ্যুটে ভারতী। 

প্রায় গোটা প্রেগন্যান্সি পিরিয়ডই কাজ করে গিয়েছেন ভারতী। নিজেই জানিয়েছিলেন, পরিবারের সকলে প্রথমে তাঁর এই সিদ্ধান্তে কতটা আতঙ্কিত হয়ে পড়েছিল। 

রবিবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ভারতী সিং আর হর্ষ লিম্বাচিয়া। এবার একটা ভিডিয়ো ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। যেটা ডেলিভারির আগের দিন, শনিবার তোলা। হর্ষকে জড়িয়ে ধরে ভারতীকে প্রশ্ন করতে দেখা যাচ্ছে, ‘কবে হবে বাচ্চা’? আর সেই ভিডিয়ো দেখে মন ভরেছে নেটপাড়ার। প্রশংসার সুরে সকলেই ভারতীর কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেছেন।

শাহরুখ খানের সিনেমার কোটেশন ব্যবহার করে ভারতীর সেই ভিডিয়ো শেয়ার করেছে এক পাপারাৎজি অ্যাকাউন্ট। ক্লিপের ক্যাপশন, ‘‘স্যালুট টু ভারতী সিং গতকাল অবধি কাজ করার জন্য। ঠিক যেমন শাহরুখ বলেছিলেন, ‘তোমার কাজই তোমার ধর্ম’।’’

শনিবারের সেই ভিডিয়ো। ডেলিভারির আগের দিন। কালো ওয়ান পিসে ভারতী। হর্ষকে জড়িয়ে ধরে বলছেন, ‘কবে হবে আমাদের বাচ্চা’? ভক্তরা হর্ষ-ভারতীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভারতীর সুখ্যাতিও করেছেন। একজন লিখেছেন, ‘তোমাকে স্যালুট ভারতী’, আরেকজন লিখেছেন, ‘তুমি মন জিতে নিয়েছ’।

দিনকয়েক আগে ভারতীর মেয়ে হওয়ার ভুয়ো খবর ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তখনও তিনি ‘খতরা খতরা’র সেটে। ভুল ভাঙাতে সেট থেকেই লাইভে আসেন তিনি। ভারতী জানিয়েছিলেন, ‘আমি আর হর্ষ যখন আমাদের সন্তানকে নিয়ে কথা বলি, ভাবি কী করে ওর যত্ন করব, দেখভাল করব। তবে একটা জিনিস নিশ্চিত, আমাদের ছেলে/মেয়েও আমাদের মতোই মজার হবে।’

রবিবার ছেলে হওয়ার খবর দু'জনেই শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায়। ডিসেম্বরে ভারতী সুখবর শেয়ার করার পর থেকেই লম্বা অপেক্ষা ছিল ভারতীর পরিজন, বন্ধু, ভক্তদের। অবশেষে কোল আলো করে এল ফুটফুটে এক রাজপুত্র!

বন্ধ করুন