বাংলা নিউজ > বায়োস্কোপ > ইদে রোজা রেখেছিলেন, কাশ্মিরী ভাইয়ের দেওয়া শাড়িতে মা দুর্গাকে সাজাবেন ভাস্বর

ইদে রোজা রেখেছিলেন, কাশ্মিরী ভাইয়ের দেওয়া শাড়িতে মা দুর্গাকে সাজাবেন ভাস্বর

ভাস্বর চট্টোপাধ্যায় (ছবি ইনস্টাগ্রাম)

গত মে মাসে দাদা মারা গিয়েছেন। মন খারাপ আবহের মধ্যেই এবছর অভিনেতার দেশের বাড়িতে হবে দুর্গাপুজোর আয়োজন। দেশের বাড়ির পুজোয় কাশ্মিরী ভাইয়ের দেওয়া শাড়িতেই মা দুর্গাকে সাজাবেন অভিনেতা।

মা দুর্গার আগমনের মাত্র কয়েকটা দিন বাকি। সকলেই প্রস্তুতি নিচ্ছে দুর্গাপুজোর। করোনা কোপে গত বছরের দুর্গাপুজো হয়েছিল নিয়মের বেড়াজালে মোড়া। তাই এই বছরের পুজো নিয়ে সকলের মনে একটা আলাদাই রেশ। তেমনি অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ও ব্যতিক্রম নন। তিনিও একটু একটু করে নিচ্ছেন দুর্গাপুজোর প্রস্তুতি। 

শহরের কোলাহল থেকে দূরে এবছরের দুর্গাপুজো দেশের বাড়িতেই কাটাতে চান অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। যদিও চলতি বছরই মে মাসে মারা গিয়েছেন অভিনেতার দাদা। পরিবারের এক সদস্যকে হারিয়ে পরিবারের কারোই পুজোর আনন্দে মেতে ওঠার তেমন কোনও ইচ্ছে নেই বলে জানিয়েছেন অভিনেতা। তবে পুজোর নিয়ম তো পালন করতেই হবে। তাই পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই এবারে দেশের বাড়িক পুজো করার পরিকল্পনা রয়েছে অভিনেতার এমনটাই জানিয়েছেন।

ভাস্করের কথায়, মে মাসে দাদাকে হারিয়েছেন তিনি। বাড়ির পুজোতে তাঁর দাদারই সব থেকে থেকে বেশি আগ্রহ ছিল। কিন্তু এবছর সেই দাদাই আর নেই। তাঁর অভাবটা বুঝতে পারছেন আরও বেশি করে। যেহেতু মন খারাপ তাই এই বছর তাঁদের পরিবারে তেমন কেনাকাটা নেই বললেই চলে। তবে দেশের বাড়ির মা দুর্গার জন্য কাশ্মীরি এক ভাইয়ের হাতের তৈরি শাড়ি নিয়ে যাচ্ছেন। পুজোয় সেই শাড়ি পরানো হবে দেবী দুর্গাকে জানিয়েছেন।

এবছর ৭৯-এ পা দিয়েছে অভিনেতার বাড়ির পুজো। বেশ ধুমধাম করেই প্রতিবছর তাঁদের বাড়ির পুজো হয়। পাশাপাশি থাকে ভোগের আয়োজনও। অষ্টমীর দিন নতুন পোশাক পরে অঞ্জলি দেন তিনি। এবছরও একই পরিকল্পনা রয়েছে অভিনেতার। প্রসঙ্গত, এবছর ইদে প্রথমবার রোজা রেখেছিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন সেই ছবি। এবার বাঙালির শ্রেষ্ঠ উৎসবের দিনগুলোর অপেক্ষয় রয়েছেন তিনি।

বায়োস্কোপ খবর

Latest News

DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.