রূপঙ্করের মুখে ‘আত্মহনন’-এর মতো শব্দ নিয়ে ‘আপত্তি’ নেটপাড়ার। বুধবার এই বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। গায়ক রূপঙ্করের দিকে তোপ দাগলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ও। করোনার বাড়বাড়ন্ত বন্ধ হতে পারে মাচা (স্টেজ শো), আশঙ্কা রূপঙ্করের। করোনার জেরে ইতিমধ্যেই বাতিল হয়েছে একাধিক শিল্পীর শো। সরকার কোনও নির্দেশিকা জারি করলে টান পড়বে শিল্পীদের রুজি-রুটিতে এই আতঙ্কে ভুগছেন রূপঙ্কর। তবে নিজের একার জন্য নয়, সব শিল্পীদের জন্যই তাঁর এই চিন্তা। তিনি সেই প্রসঙ্গে ফেসবুকে লিখতে গিয়ে ‘আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবে’ এমন কথার উল্লেখ করেছিলেন। তাতেই তাল কেটেছে বেশকিছু টলি তারকারও।
এই নিয়ে রূপঙ্করের নাম উল্লেখ না করেও ফেসবুকের দেওয়ালে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় লেখেন, ‘গায়ক মেগা করছেন যখন তখন টিকে (সারভাইভ) যাওয়ার তো কথা! আত্মহত্যা (সুইসাইড) করবেন কেন?’ বুঝতে অসুবিধা হওয়ার নয় ভাস্বরের ইশারা কার দিকে। দিন কয়েক আগেও তো ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন রূপঙ্কর।
এই নিয়ে এক সংবাদমাধ্যমকে ভাস্বর অভিমানের সুরে জানান, ‘রূপঙ্করদার মতো শিল্পীর মুখে আত্মহত্যা শব্দটা মানায় না। এটাই আমায় ব্যথিত করেছে। শিল্পী আজীবন জীবনমুখী। তাঁর কথায় ‘মৃত্যু’ শব্দের ব্যবহার শোভা পায়?’ অভিনেতা স্পষ্ট জানান, মানুষকে লড়াই চালাতে হয় শেষ দিন পর্যন্ত, আত্মহত্যায় তো সব শেষ। ‘মহাপীঠ তারাপীঠ’-এ রূপঙ্করের অভিনয়ের কথা মনে করিয়ে তিনি বলেন, ‘রূপঙ্কর অভিনয়ের মাধ্যমেও উপার্জনে সক্ষম। এর পরেও কেন আত্মহত্যার কথা বলবেন!’
ভাস্বরের আরও দাবি, আত্মহত্যা মানে সব শেষ। মানুষকে তো শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। অভিনেতা এও জানান, স্টার জলসার ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’-এ রূপঙ্কর বেশ কিছু দিন অভিনয় করেছেন। অর্থাৎ, তিনি অভিনয়ের মাধ্যমেও উপার্জনে সক্ষম। এর পরেও কেন আত্মহত্যার কথা বলবেন!
তবে জাতীয় পুরস্কার জয়ী গায়ককে অপমানের কোনও উদ্দেশ্য তাঁর নয়, তাও স্পষ্ট করেন ভাস্বর। পরে ফেসবুকের দেওয়াল থেকে নিজের পোস্ট মুছেও দেন। তিনি বলেন, ‘এক জন জাতীয় পুরস্কার পাওয়া শিল্পীকে কটাক্ষ করার স্পর্ধা আমার নেই। তবে এটাও বাস্তব, অন্য পেশার ব্যক্তিত্বরা প্রয়োজনে ধারাবাহিকে অভিনয় করে উপার্জনের পথ খোলা রাখেন। রূপঙ্করদাও সেটাই করেছেন। প্রয়োজনে আগামী দিনেও হয়তো করবেন।’
ভাস্বর একা নন, ‘হবুচন্দ্র রাজ গবুচন্দ্র মন্ত্রী’ পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ও তোপ দেগেছেন রূপঙ্করের দিকে। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘শিল্পীদের কাজ নেই, অনুষ্ঠান নেই, এরকমটা চলতে থাকলে আত্মহননের পথ বেছে নিতে হবে। কোন শিল্পীদের কথা বলেছেন? গাঁয়ে গঞ্জে যে সব শিল্পী আছেন তাঁদের কথা? যখন মাচা রমরম করে চলছিল, তখন রূপঙ্কর কি তাঁদের জন্য কোনও কথা বলেছেন? একটাও কথা? না বলেন নি।’ এখানেই শেষ নয়, রূপঙ্করের দিকে আঙুল তুলে সরাসরি প্রশ্ন তোলেন পরিচালক অনিকেত। তিনি বলেন, ‘কাদের কথা বলছেন? যাঁরা বছর তিন চার আগেও ডেট দিতে পারতেন না? যাঁদের অনেকেরই একাধিক গাড়ি আছে, বাড়ি আছে। তাঁরা আত্মহননের পথ বেছে নেবে? একজন সংবেদনশীল শিল্পী সমাজের ভরসা, মানুষের প্রেরণা।’
তবে ভাস্বর-অনিকেতের মন্তব্য নিয়ে এখনও মুখ খোলেননি রূপঙ্কর।