বাংলা নিউজ > বায়োস্কোপ > Bhaswar-Indranil: ‘ক্লাসলেস কে?’ বাড়ির কাজের লোক নিয়ে আলটপকা মন্তব্য ‘ফেলুদা’ ইন্দ্রনীলের, খোঁচা ভাস্বরের

Bhaswar-Indranil: ‘ক্লাসলেস কে?’ বাড়ির কাজের লোক নিয়ে আলটপকা মন্তব্য ‘ফেলুদা’ ইন্দ্রনীলের, খোঁচা ভাস্বরের

‘ক্লাসলেস কে?’ বাড়ির কাজের লোক নিয়ে বেফাঁস ‘ফেলুদা’ ইন্দ্রনীল, পালটা ভাস্বর

Bhaswar-Indranil: 'সন্দীপ রায়কে যারা আক্রমণ করে তারা ওঁর বাড়ির কাজের লোকের চেয়েও ক্লাসলেস', কাজের লোকের প্রসঙ্গ টেনে ট্রোলারদের আক্রমণ! ইন্দ্রনীলের কথায় ক্ষুব্ধ নেটপাড়া। 

সমালোচনা, ট্রোলিং, কটাক্ষ এখন শোবিজ জগতের অঙ্গ। কিন্তু ট্রোলিং হজম করতে পারেন না অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। বরং ট্রোলারদের নিয়ে বরাবরই ‘রণং দেহি’ মনোভাবের তাঁর। কিন্তু সম্প্রতি ফেলুদা ও সন্দীপ রায়কে নিয়ে ট্রোলারদের অসংবেদনশীল মন্তব্য নিয়ে কথা বলতে গিয়ে নিজেই খেই হারালেন ইন্দ্রনীল। আরও পড়ুন-মেয়ের সঙ্গে ফেলুদার পরিচয় নেই, বাড়ির বাথরুমে বসে কে কী লিখছে তাতে আমি কান দিই না: ইন্দ্রনীল

কিছুদিন আগে মমতা শঙ্করের 'শাড়ির আঁচল' মন্তব্যে উত্তাল হয়েছিল নেটপাড়া। এবার ইন্দ্রনীলের ‘বাড়ির কাজের লোক’ নিয়ে মন্তব্যের জেরে বিতর্কের ঢেউ আছড়ে পড়েছে নেটমাধ্যমে। নাম না করেই এবার ইন্দ্রনীলের মন্তব্যের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন টলিপাড়ার অন্যতম সিনিয়র অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। 'সন্দীপ রায়কে যারা আক্রমণ করে তারা ওঁর বাড়ির কাজের লোকের চেয়েও ক্লাসলেস', আডিশন নামের এক পোর্টালকে এমনটাই জানান ইন্দ্রনীল। 

 ইন্দ্রনীলের নাম না করেই ফেসবুকের দেওয়ালে ভাস্বর লেখেন, ‘বাড়ির কাজের লোকেদের মাটিতে ছাড়া বসতে দেওয়া হয় না অথচ তার বাড়িতে আপনি গেলে সে অন্তত পাশের বাড়ি থেকে হলেও চেয়ার জোগাড় করে এনে আপনাকে বসাবে। তাহলে ক্লাসলেস কে? সে না আপনি?’ ইন্দ্রনীলের মন্তব্য শ্রেণি বিভাজনে উস্কানি দিয়েছেন, দাবি নেটপাড়ার বড় অংশের। ভাস্বরের পোস্টের মন্তব্য বাক্সে এক পরিচত লেখেন, ‘পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফেলুদা অভিনেতা কে তুই এ ভাবে হাইলাইট করে দিলি’। জবাবে অভিনেতা লেখেন, ‘না রে কথাটা খুব খারাপ লেগেছে’। ভাস্বরের পোস্টে পরিচালক মানসী সিনহা জানিয়েছেন, তাঁর বাড়িতে পরিচারকদের সঙ্গে মোটেই বিমাতৃসুলভ আচরণ করা হয় না। বরং এক টেবিলে বসে খাওয়া-দাওয়া, গল্প-গুজব সবটাই চলে। 

সত্যজিৎ রায়ের পুত্র হওয়ার বোঝা আজীবন বয়ে বেড়াতে হয়েছে সন্দীপ রায়কে, এখনও হচ্ছে। স্টারকিড হওয়ার দরুণ বহুবার সমালোচনার শিকার হতে হয় সন্দীপ রায়কে। সেই নিয়ে কখনও পালটা জবাব দেন না সন্দীপ রায়। তবে তাঁর হয়ে সওয়াল করতে গিয়েই নতুন ‘ফেলুদা’ ইন্দ্রনীল সেনগুপ্ত আলটপকা মন্তব্য করে বসেন। ইন্দ্রনীল বলেন, 'বাবুদার ততটা হয় তো খারাপ লাগে না, যতটা আমার খারাপ লাগে। আমার একটা প্রশ্ন আছে, যারা এই প্রকার মন্তব্য করেন, সুযোগ পেলে তারা কি দারুণ কাজ করতেন?' খানিক ব্যঙ্গের সুরেই সংযোজন, 'দেখছি তো কত ভালো কাজ করছেন তারা!' তিনি আরও বলেন, 'বাবুদার বাড়িতে যারা কাজের লোক আছেন, তারাও এই সব আক্রমণকারীদের থেকে ভদ্রতা এবং ক্লাসের দিক থেকে এগিয়ে।' 

ট্রোলিং নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলাকে ইন্দ্রনীল বলেন,'আমি একটা কথা বুঝি না, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সব আলোচনায় সোশ্যাল মিডিয়া কেন ঢুকে পড়ে? তাহলে তো বাকি মাধ্যমগুলোর অস্তিত্বের কোনও মানা হয় না। প্রিন্ট মিডিয়া, ডিজিট্যাল মিডিয়া, টেলিভিশন মিডিয়া-সবকিছুর উচিত নিজেদের দোকানপাঠ বন্ধ করে দেওয়া। কারণ তারা তো নিজেদের অস্তিত্বের জন্য সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করছে, সেটা যদিও প্রযোজ্য হয় তাহলেই এই প্রশ্নের মানে দাঁড়ায় নতুবা নয়। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়ায় কী হচ্ছে সেটা জীবনে সব কাজ করার ক্রাইটেরিয়া হতে পারে। দর্শকদের একটা জিনিস ভালো লাগতে পারে কিংবা নাও লাগতে পারে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকে সব বিষয়কে টেকনিক্যালি অ্যানালাইজ করার চেষ্টা করেন। কিন্তু সেক্ষেত্রে ওই মানুষটার ক্রেডিবিলিটি কী? সে কে? বিষয়টা নিয়ে তাঁর সমালোচনার করার মতো যোগ্য়তা রয়েছে তো?'

তিনি আরও বলেন, ‘সমালোচনা তো সবসময়ই হত। হয়ত শুধু সৌমিত্র চট্টোপাধ্যায়ই ফেলুদার জন্য সমালোচিত হননি। কারণ সেইসময় কোনও রেফারেন্স ছিল না, কোনও তুলনা করার জায়গা ছিল না। আমি নিশ্চিত সব্যসাচী চক্রবর্তীও সমালোচিত হয়েছেন ফেলুদার জন্য। তবে ওইসময়টা সোশ্যাল মিডিয়া ছিল না বলে, সমালোচনাগুলো ডিরেক্ট ওঁনার কানে পৌঁছায়নি। আজকাল কেউ নিজের বাথরুমে বসে কিছু বললেও সেটা আমাদের কানে পৌঁছে যায় সোশ্যাল মিডিয়ার দৌলতে। সবার কথা শোনার মতো সময় বা এনার্জি কোনওটাই আমার কাছে, আমি সেটা করতেও চাই না। সোশ্যাল মিডিয়ার নয়েজটায় আমি কান দিই না সচেতনভাবে। নিজের কাজটা করে যাই।’

বায়োস্কোপ খবর

Latest News

ধর্মীয় কাঠামো নিয়ে এখন নতুন করে কোনও মামলা-সমীক্ষা করা যাবে না, সুপ্রিম নির্দেশ কাটিহার এক্সপ্রেসে তবলাবাদক খুনে জড়িত সিরিয়াল কিলারকে আনা হল হাওড়ায় ভারতীয় বিনোদন জগতের যৌন হেনস্থার বিষয়ে তদন্তের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টের! সূর্যদেবকে সঙ্গে নিয়ে শনি ঘোরাবেন ভাগ্যের মোড়! অর্ধকেন্দ্র দৃষ্টিতে ৩ রাশি লাকি আদালতে কী করতে হবে এনিয়ে সরকারি আইনজীবীকে অর্ডার দেবেন না, ইডিকে সুপ্রিম নির্দেশ গাব্বা টেস্টের আগে মার্শের হুঙ্কার! বুমরাহকে চ্যালেঞ্জ দেবেন তৈরি অজি অলরাউন্ডার 'এই বছর মাত্র ১৮-২০ দিন শ্যুটিং…'! প্রযোজককে বিয়ে, তবু কাজ নিয়ে সমস্যায় শ্রুতি? অফ স্টাম্পের দুর্বলতা কাটাতে দাঁতে দাঁত চিপে প্র্যাকটিস কোহলির, চোটমুক্ত বুমরাহ ভেঙে পড়ছিল বজবজ পাবলিক লাইব্রেরি, সংস্কার করতে সাহায্যের হাত বাড়ালেন অভিষেক ছত্তিশগড়ে এনকাউন্টার, ৭ মাওবাদী নিকেশ, জঙ্গলে গুলির লড়াই

IPL 2025 News in Bangla

ও বড্ড ভদ্র...রাহুলের সঙ্গে মন কষাকষির দিন শেষ, ভালো কথাই বললেন সঞ্জীব গোয়েঙ্কা KKR অধিনায়কের দৌড়ে রাহানে,বেঙ্কি,রিঙ্কুরা! SMATতে কেমন পারফরমেন্স? নজর রাখা যাক ২৭ কোটিতে LSGতে পন্ত…তবু কিসের আক্ষেপ গোয়েঙ্কার? কেন টানলেন মোহনবাগানের উদাহরণ? ১৭ বছরেও জেতা হয়নি IPL… খরা কাটাতে সবার আগে মাঠে নামল RCB! মাঠে ক্রুণাল,জিতেশরা… ধোনির সঙ্গে খেলতে চাই: CSK-কে ষষ্ঠবার চ্যাম্পিয়ন করতে চান KKR এর প্রাক্তনী আমায় KKR-এ ফেরাতে যা দরকার করবেন…CEO বেঙ্কিকে ফোনে বলেছিলেন বেঙ্কি! পরের বার আমায় ‘ডক্টর’ বলে ডাকবেন: কেন এমন বললেন KKR-এর তারকা বেঙ্কটেশ আইয়ার? টাকার জন্য ছাড়িনি DC, দাবি করেছিলেন পন্ত, ঘুরিয়ে তাঁকে মিথ্যাবাদী বললেন বাদানি BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের… ভিডিয়ো-অ্যাডিলেডে কেকেআর নিয়ে খোঁটা স্টার্ককে, মুখের ওপর জবাব অজি পেসারের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.