পুজো এসে গিয়েছে। নতুন জামার কেনাকাটিও শুরু হয়ে গিয়েছে। একে-ওকে উপহার দেওয়া-নেওয়ার পালাও চলছে জমিয়ে। আর দুর্গাপুজোর উপহারের ছবি শেয়ার করে ট্রোলড হলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই টলিপাড়ার কিছু অভিনেতা অভিনেত্রীদের পুজোয় নতুন পোশাক উপহার দেন। এবারেও তেমনটাই করেছেন। আর প্রিয় দিদির কাছ থেকে পাওয়া পঞ্জাবির ছবি শেয়ার করতেই ট্রোলড হতে হল ভাস্বরকে।
বেগুনি রঙের একটি পঞ্জাবি উপহার হিসেবে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। যা শেয়ার করে ভাস্বর লেখেন, ‘পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর উপহার পাঠিয়েছেন। থ্যাঙ্ক ইউ দিদি। পুজো শুরু হল।’ নিজের এই পোস্টে রাজ চক্রবর্তীকেও ট্যাগ করেছেন তিনি। আরও পড়ুন: ২০২২ সালে কোন ছবির লাভের অঙ্ক সবচেয়ে বেশি? প্রথম ৫-এ কি আছে কেজিএফ?
আর ভাস্বরের এই পোস্ট নিয়েই শুরু হয় কটাক্ষ। একজন লিখলেন, ‘আপনি তো পুজোতে অনেক ভালো ভালো জামা কিনতে পারবেন। অনেকেই আছে যারা কিনতে পারবে না। তাদের দিলে ভালো হত না কি?’ এরকম একটা নয়, একাধিক কমেন্ট পড়েছে। আর এই ট্রোলারদের জবাবও দিয়েছেন ভাস্বর। লিখেছেন, ‘আমি কিন্তু পুজোতে ওদের দেই। আপনি নিজে দেন তো?’ অন্য দিকে, কেউ কেউ মনে করছে তেলা মাথায় তেল দিচ্ছে ভাস্বর। মানে সহজ কথায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে হাতে রাখা বা তেল দিয়ে চলা আর কী!
ভাস্বর চট্টপাধ্যায়কে বর্তমানে দেখা যাচ্ছে ‘গোধূলি আলাপ’ আর ‘গৌরী এলো’-তে। অসংখ্য মেগা সিরিয়ালে তিনি কাজ করেছেন। প্রায় সবধরনের চরিত্রেই সাবলীল তিনি। ‘মা’, ‘সোনার হরিণ’, ‘মোহর’, ‘লোকনাথ’, ‘কেয়া পাতার নৌকো’, 'শ্রীকৃষ্ঞ ভক্ত মীরা', ‘করুনাময়ী রাণি রাসমণি’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘দ্য লেজেন্ড অব ভগত সিং’, ‘আলো’, ‘রাজমহল’, ‘রবিবারের বিকেলবেলা’, ‘,সকাল সন্ধ্যা’, ‘বালিগঞ্জ কোর্ট’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। আরও পড়ুন: আপনি কি জানেন হৃতিক রোশন আংশিক বাঙালি? বাবার দিকের এই সদস্য ছিলেন বাংলার মানুষ
নিজের প্রয়াত মায়ের নামে একটি এনজিও চালান তিনি। করোনা আর লকডাউনের সময় খাবার দেওয়া থেকে শুরু করে দুস্থশিশুদের পাশে দাঁড়ানো, নানারকম কাজে নামতে দেখা গিয়েছে ভাস্বরকে। এমনকী, এক কাশ্মীরি মেয়ের লেখাপড়ার দায়িত্বও নিয়েছিলেন তিনি গত বছরে। তখনও প্রশ্ন উঠেছিল, নিজের রাজ্য না করে, কেন সুদূর কাশ্মীরে গেলেন ভাস্বর সাহায্য করতে। যার জবাবে সেই সময় অভিনেতা জানিয়েছিলেন, নিজের দেশ বাঁকুড়ায় তিনি খোঁজ নিয়েছিলেন। তবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কন্যাশ্রী’ প্রকল্পের সহায়তায় সেরকম অসুবিধে নেই। গোটা রাজ্যেই মেয়েদের পড়াশোনার জন্য অনেক করেছেন মমতা। সেই তুলনায় দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোর অবস্থা একটু হলেও খারাপ।