রাজকুমার রাও এবং ভূমি পেডনেকরের ‘ভিড়’-এর বহু প্রতীক্ষিত টিজার অবশেষে প্রকাশ্যে এসেছে। টানটান উত্তেজনায় ভরা ট্রেলারটি সেই সময়ের প্রেক্ষাপটে তৈরি হয়েছে যখন দেশ মুখোমুখি হয়েছিল ভয়ানক পরিস্থিতির। রাজকুমার রাও এবং ভূমি পেডনেকার অভিনীত ছবিটি সেই একটি সময়কে চিত্রিত করে যখন অভিবাসী শ্রমিকরা দেশব্যাপী লকডাউনের মধ্যে তাদের বাড়ি ফেরার চেষ্টা করার সময় মৌলিক চাহিদাগুলি ছাড়াই আটকে পড়েছিলেন। ইতিমধ্যেই ভিড়-এর ট্রেলার নিয়ে দর্শকদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে।
রাজকুমার রাও, পঙ্কজ কাপুর, ভূমি পেডনেকার, আশুতোষ রানা, দিয়া মির্জা এবং কৃতিকা কামরাদের দেখা মিলেছে এই ট্রেলারে। অনুভব সিনহার সিনেমাটি ২০২০ সালে দেশ জুড়ে চলা কোয়ারেন্টাইনের সময় দরিদ্রদের সংগ্রামকে কেন্দ্র করে।
রাজকুমার রাও সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভিড়-এর ট্রেলার। ক্যাপশনে লিখেছেন, ‘একটি সংকট যা দেশ এবং এর জনগণের মধ্যে সীমানা তৈরি করেছিল। #Bheed-এর অদৃশ্য গল্পের সাক্ষী থাকুন, যা ২৪ মার্চ, ২০২৩-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।’
ভিড়-এর টিজার দেখে আপনার গা শিউরে উঠবেই। দুর্দশা চোখে পড়বে। সাধারণ মানুষের অসহায়তা আপনার মনকে উতলা করবে। পায়ে হেঁটে, বাসের মাথায় চড়ে মানুষ যখন খুঁজে বেড়াচ্ছেন নিরাপদ আশ্রয়। রাজকুমারের গলায় শোনা যাবে, ‘আমরা শহরে গিয়েছিলাম কারণ গ্রামে কোনো কাজ ছিল না, আমরা ফিরে এসেছি কারণ শহরে কোনো কাজ ছিল না। গরিবদের জন্য কোনো ব্যবস্থা নেই’। টিজার প্রমাণ করে দিয়েছে অনুভব সিনহা আরও একটি মাস্টার পিস উপহার দিতে চলেছেন। যিনি এর আগে বানিয়েছেন ‘মুলক’, ‘আর্টিকেল ১৫’-এর মতো সিনেমা।
অনুভব সিনহা পরিচালিত এবং বেনারস মিডিয়া ওয়ার্কস প্রযোজিত ভিড়-এ অভিনয় করেছেন রাজকুমার রাও, পঙ্কজ কাপুর, ভূমি পেডনেকার, আশুতোষ রানা এবং দিয়া মির্জা। বীরেন্দ্র সাক্সেনা, আদিত্য শ্রীবাস্তব, কৃত্তিকা কামরা, এবং করণ পন্ডিতও এই ছবিতে অভিনয় করেছেন। ভারতের লকডাউনের তিন বছরে ২৪ মার্চ, ২০২৩-এ সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রিমিয়ার হবে।
ইতিমধ্যেই টিজার দেখে উচ্ছ্বাস দেখিয়েছেন নেট-নাগরিকরা। একজন লিখেছেন, ‘অনেক দিন পর কোনও সিনেমার টিজার দেখে গায়ে কাঁটা দিল। প্রমাণ করে দিল বড় বড় স্টারকাস্ট লাগে না ভালো সিনেমা বানাতে। লাগে ভালো গল্প। আর অসাধারণ অভিনয়। টিজারই বুঝিয়ে দিচ্ছে এই ছবির ভবিষ্যত উজ্জ্বল।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)