ছেলে ভোজপুরি তারকা, মা এবার এদিকে লোকসভা নির্বাচনে লড়াই করতে চলেছেন। ভোজপুরি স্টার পবন সিংয়ের মা প্রতিমা দেবী এদিন মনোনয়ন পত্র জমা দিলেন কারাকাট লোকসভা কেন্দ্র থেকে। তিনি স্বাধীন ভাবে লড়াই করবেন। একই কেন্দ্র থেকে স্বাধীন ভাবে লড়াই করছেন তাঁর ছেলেও।
আরও পড়ুন: ২৬ কোটি ৭৬ লাখের কেবল বাড়ি! সোনা - হিরে - গাড়ি মিলিয়ে মোট কত সম্পত্তির মালিক কঙ্গনা?
এই বিষয়ে বলে রাখা ভালো ললিপপ লাগেলু গানের গায়ককে এই বছর বিজেপি টিকিট দিয়েছিল। তাঁকে বাংলার আসানসোল কেন্দ্র থেকে দাঁড় করাতে চেয়েছিল বিজেপি। কিন্তু তুমুল সমালোচনার মুখে পড়ে তিনি সেটা প্রত্যাহার করেন। এরপর তিনি ঘোষণা করেন বিহারের কারাকাট থেকে তিনি স্বাধীন ভাবে লড়াই করবেন। এবার সেই একই কেন্দ্র থেকে আলাদা ভাবে স্বাধীন প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন গায়কের মা।
আরও পড়ুন: 'হবি' নাকি 'হোবি'? অযোগ্যর প্রথম গান মুক্তি পেতেই শুরু জোর বিতর্ক, সাফাই দিয়ে কৌশিক বললেন...
কিন্তু কেন? এই বিষয়ে বলে রাখা ভালো এনডিএর হয়ে এবার এই কেন্দ্র থেকে লড়াই করছেন উপেন্দ্র কুশওয়াহা। তাঁর বিপরীতে লড়াইয়ে নামার জন্য হয়তো বিজেপি পবন সিংয়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারে। তাই তিনি এই কেন্দ্র থেকে মনোনয়ন পত্র বাতিল করতে পারেন। এই কারণেই তাঁর মা এদিন মনোনয়ন পত্র জমা দিলেন। আগামী ১ জুন এই কেন্দ্রের ভোট রয়েছে।
আরও পড়ুন: সৃজিতের আগামী ছবি যেন নক্ষত্রের হাট! ঋত্বিক - পরম - কৌশিক সহ কারা বলছেন 'সত্যি বলে সত্যি কিছু নেই'?
পবন সিং প্রার্থী হওয়ায় কী ঘটেছিল?
বাংলার নির্বাচনী প্রার্থী তালিকায় বিহারী একজনের নাম দেখে প্রাথমিক ভাবে চটেছে বাংলা পক্ষ। তাছাড়া আরও অনেকেই ক্ষুব্ধ হয়েছেন এই খবরে। তার একটাই কারণ পবন সিংয়ের গান এবং তাতে মহিলাদের অবমাননা। অনেকেই সেই সব গানের নাম স্ক্রিনশট তুলে পোস্ট করেছেন। তিনি ললিপপ লাগেলু, ইত্যাদি গান বানিয়েছেন। বিতর্ক উসকে যাওয়ায় তিনি নাম প্রত্যাহার করেন এই কেন্দ্র থেকে।