শাহরুখ-সলমন, বিক্রান্ত মাসের পর এবার খুনের হুমকি পেলেন অভিনেত্রী অক্ষরা সিং। জনপ্রিয় ভোজপুরী অভিনেত্রী অক্ষরা সিং-এর থেকে চাওয়া হল ৫০ লক্ষ টাকা। এই টাকা না পেলে ভয়নক পরিণতী হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এধরনের হুমকি ফোনের পর অভিনেত্রী অক্ষরা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পাটনা থানায় FIR দায়ের করেছেন বলে খবর।
বিহারের দানাপুর পুলিশ সূত্রে খবর, অভিনেত্রী অক্ষরা সিং দুটি ভিন্ন ফোন নম্বর থেকে এই হুমকি ফোন পেয়েছেন। গত ১১ নভম্বর রাতে অভিনেত্রীর কাছে মোট দুটি ফোন এসেছিল। প্রথম ফোনটি আসে রাজ ১২. ২০ নাগাদ এরপর এবং ১২-২১ নাগাদ ফের ফোন করা হয়। জানা যাচ্ছে, যিনি ফোন করেছিলেন তিনি অক্ষরাকে বলেন, আগামী ২ দিনে ৫০- লক্ষ টাকা না পেলে তাঁর পরিণীতি ভয়ানক হতে চলেছে।
আরও পড়ুন-'নীলাঞ্জনকে বলেছিলাম, অরিজিৎকে ভালোবাসি, বিয়ে করছি তোমায়', অকপটে একী বললেন ইমন!
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দানপুর থানার পুলিশ। যে মোবাইল নম্বর থেকে ফোন এসেছিল, সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছেন দানাপুর থানার পুলিশ আধিকারিক প্রশান্ত কুমার ভরদ্বাজ। ঠিক কোথা থেকে ফোন এসেছিল, কারা এই ফোন করেছিলেন, সেটি খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে।
প্রসঙ্গত, বলিউডের প্রভাবশালী রাজনীতিবিদ বাবা সিদ্দিকের খুনের ঘটনার পর একেরপর এক অভিনেতা খুনের হুমকি পেয়ে ফোন পেয়েছেন। এর মধ্যে শুরুতেই রয়েছে বলিউডের 'ভাইজান' সলমন খানের নাম। যদিও সলমনকে খুনের হুমকি দেওয়ার ঘটনায় বিষ্ণোই গ্যাং-এর হাত রয়েছে বলেই খবর। মূলত ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনার পর থেকেই বিষ্ণোই গ্যাঙের নজরে রয়েছেন সলমন খান। তবে শাহরুখ খান, বিক্রান্ত মাসে- আরে এবার অক্ষরা সিংকে ঠিক কী কারণে এই হুমকি দেওয়া হল তা এখনও তদন্তাধীন।
প্রসঙ্গত অক্ষরা সিং নিজের কেরিয়ার শুরু করেছিলেন রবি কিশানের বিপরীতে ভোজপুরী ছবি 'সত্যমেব জয়তে' দিয়ে। এরপর ‘সত্য’, ‘তবদালা’, ‘মা তুঝে সলাম’ সহ বহু সফল ছবিতে অভিনয় করেছেন অক্ষরা।