ফের বিনোদন দুনিয়ায় এল খারাপ খবর। হোলির পরদিন থেকেই একের পর এক খারাপ খবরে মন খারাপ বিনোদন দুনিয়ার। সতীশ কৌশিক, প্রদীপ সরকারের মতো ব্যক্তিত্বের আচমকা চলে যাওয়ার রেশ এখনও কাটেনি। তারই মাঝে মাত্র ২৬ বছরেই চলে গেলেন ভোজপুরী অভিনেত্রী আকাঙ্খা দুবে। রবিবার উত্তরপ্রদেশের বারাণসীর সারনাথের কাছে একটি হোটেল খেকে উদ্ধার হয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
আকাঙ্খা দুবে জনপ্রিয় ভোজপুরী অভিনেত্রী হওয়ার পাশাপাশি, টিকটক স্টারও ছিলেন। ১৯৯৭ সালের ২১ অক্টোবর মির্জাপুরে জন্ম হয় আকাঙ্খার। মাত্র ১মাস আগে, গত ১৪ ফেব্রুয়ারি প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন আকাঙ্খা। জানিয়েছিলেন কো-স্টার সমর সিং-ই তাঁর ভালোবাসার মানুষ। সঙ্গীর সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখেছিলেন হ্যাপি ভ্যালেন্টাইনস ডে। মৃত্যুর আগের দিন রাতেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন বছর ২৬-এর আকাঙ্খা দুবে। জানিয়েছিলেন ‘ইয়ে আরা কভি হারা নেহি’ গানটি মুক্তি পাবে ২৬ মার্চ অর্থাৎ আজ, রবিবার সকাল ৭-৪৫ মিনিটে। এদিকে এই দিনই কেন এমন পদক্ষেপ নিলেন আকাঙ্খা! রহস্য দানা বেঁধেছে। প্রসঙ্গত, কয়েকমাস আগেই শ্য়ুটিং সেটে অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু ঘিরেও কিছু কম জলঘোলা হয়নি। ঘটনার তদন্ত এখনও চলছে। তুনিশার মৃত্যুতে গ্রেফতারও হন তাঁর প্রেমিক। এরই মাঝে ফের অভিনেত্রীর আত্মহত্যার খবরে হতবাক শিল্পীমহল।
আরও পড়ুন-সুশান্তকে বলেছিলাম নিজেকে শেষ করো না, ও তো একটিবার আমায় ফোন করতে পারত : স্মৃতি
আরও পড়ুন-বিজেপির বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকেও বাদ মিঠুন! ফের শুরু বিতর্ক
একাধিক ভোজপুরী ছবিতে কাজ করেছেন আকাঙ্খা দুবে। 'বীরোঁ কে বীর' এবং ‘কসম প্যায়দা করনেওয়ালে কি-২’-র মতো হিট ভোজপুরী ছবিতে অভিনয় করেন তিনি। মূলত বিহার, উত্তরপ্রদেশে রয়েছে ভোজপুরী ছবির জনপ্রিয়তা। তবে আকাঙ্খার পড়াশোনা ও কেরিয়ারের শুরু মুম্বই থেকেই। আকাঙ্খার অভিনয়ের প্রতি আগ্রহ থাকলেও তাঁর বাবা-মা তাঁকে আইএএস করতে চেয়েছিলেন বলে জানা যায়।