বাংলা নিউজ > বায়োস্কোপ > Monalisa: কালো ব্রালেটে ঝুমা বৌদি, ‘বয়স্ক লাগছে’, মোনালিসাকে দেখে মন্তব্য নেটিজেনের

Monalisa: কালো ব্রালেটে ঝুমা বৌদি, ‘বয়স্ক লাগছে’, মোনালিসাকে দেখে মন্তব্য নেটিজেনের

সত্যিই কী ‘বয়স্ক’ লাগছে মোনালিসাকে?

Bhojpuri actress Monalisa: কালো বিকিনি পরে নেটদুনিয়ায় আগুন ঝরানো লুকে ছবি শেয়ার করেছেন ভোজপুরী অভিনেত্রী মোনালিসা। ‘দুপুরের ঠাকুরপো’র ঝুমা বৌদিকে দেখে ‘বয়স্ক’ বলছেন নেটিজেনরা।

অভিনয় এবং নাচের দক্ষতার পাশাপাশি নিজের গ্ল্যামারাস লুকেরও জন্যও জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী মোনালিসা। পর্দায় বিভিন্ন শেডের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জায়গা করে নিয়েছেন তিনি। বিখ্যাত টিভি সিরিয়ালেও কাজ করেছেন মোনালিসা। 

সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড সক্রিয় মোনালিসা। প্রায়শই গ্ল্য়ামারাস এবং বোল্ড অবতারে ছবি এবং ভিডিয়ো শেয়ার করে চর্চায় থাকেন তিনি। 

সদ্য কালো ব্রালেটে ছবি শেয়ার করেছেন এই ভোজপুরি অভিনেত্রী। ছবিতে বিনা মেকআপে ধরা দিয়েছেন মোনালিসা। অভিনেত্রীর আগুন ঝরানো লুকে দেখে রীতিমতো ঘুম উড়েছে নেটিজেনের। কেউ কেউ অবশ্য কটাক্ষ করতে বাদ রাখেননি অভিনেত্রীকে। মোনালিসার এই ছবি দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘বয়স্ক লাগছে’। অপর একজন লিখেছেন, ‘আপনার ঠান্ডা লাগছে না'। কেউ লিখেছেন, ‘সুন্দর দেখাচ্ছে’।

আরও পড়ুন: মেয়েদের কাছে জনপ্রিয় SRK, আরিয়ানও কম নয়, ১০ বছরের বড় পাকিস্তানি নায়িকার সঙ্গে ভাইরাল ছবি

স্বামী বিক্রান্ত ও বন্ধুদের সঙ্গে বর্ষবরণের পার্টিতে মেতে উঠতে দেখা গিয়েছে মোনালিসাকে। নিজের ইনস্টাগ্রামে সেই সমস্ত ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। নববর্ষে আইটিএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কৃষ্ণা অভিষেকের সঙ্গে দুর্দান্ত পারফর্ম্যান্স করতে দেখা গিয়েছে তাঁকে। বাস্তবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও মোনালিসার প্রচুর ফ্য়ান ফলোয়ার্স। ইনস্টাগ্রামে ৫.২ মিলিয়ন মানুষ অনুসরণ করেন অভিনেত্রীকে। 

ভোজপুরী বাঙালি অভিনেত্রী অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসা। দর্শকদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ঝুমা বৌদি নামে। বিগ বস ১০ (Bigg Boss) এর প্রতিযোগী মোনাসিলা। নিজের বোল্ড অবতারের জন্য হামেশাই চর্চায় থাকেন তিনি। 

বিগ বসের ঘর থেকে বেরিয়ে এসে অভিনেতা বিক্রান্ত সিং রাজপুতকে বিয়ে করেন মোনালিসা। যদিও বিগ বসের ঘরেই বিক্রান্তের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন অভিনেত্রী। সুখী দাম্পত্য তাঁদের।

বন্ধ করুন