চলে গেলেন ভোজপুরি ছবির জনপ্রিয় অভিনেতা সুদীপ পাণ্ডে। সুদীপের পরিবারের ঘনিষ্ঠ এক সূত্রের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতার।
আরও পড়ুন: স্তন ক্যানসার নিয়ে স্যোশাল মিডিয়ায় এত অকপট কীভাবে? মুখ খুললেন হিনা
আরও পড়ুন: মুক্তির আগেই বাংলাদেশে নিষিদ্ধ হল কঙ্গনার ‘ইমার্জেন্সি’! মুক্তিযুদ্ধ দেখানোই কি এর কারণ
প্রয়াত সুদীপ পান্ডে
বুধবার সকাল ১১ টায় মুম্বইয়ে অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গিয়েছে। ইন্ডিয়ান ডট কম জানিয়েছে যে, ৩০ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত। তবে কেবল মাত্র অভিনেতা হিসেবে নয় প্রযোজক হিসেবেও ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সক্রিয় কাজ করেছেন নায়ক।
আরও পড়ুন: হিট সিনেমা 'কাহো না পেয়ার হ্যায়’ থেকে শেষ মুহূর্তে বাদ! করিনাকে সরানো নিয়ে মুখ খুললেন আমিশা
আরও পড়ুন: 'মুফাসা: দ্য লায়ন কিং’-এও অব্যহত শাহরুখ-ম্যাজিক! পিছনে ফেলে দিলেন হলিউড তারকাদের
তাঁর আকস্মিক মৃত্যুতে ভোজপুরি বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। ভেঙে পড়েছেন তাঁর প্রিয়জনেরা। মন খারাপ তাঁর ভক্তদেরও। সোশ্যাল মিডিয়ায় এক ভক্ত লিখেছেন ‘আরআইপি... আপনার আত্মার শান্তি কামনা করি।’ ' আরেকজন লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি চলে গেলেন।’ তবে অভিনেতার পরিবারের পক্ষ থেকে এখনও সুদীপের মৃত্যুর বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: পুড়ছে লস অ্যাঞ্জেলস! ঘরছাড়া মানুষজন, মৃত্যুপুরীতে কেমন আছেন প্রীতি জিন্টা?
আরও পড়ুন: পায়ে চোট রশ্মিকার, বন্ধ 'সিকান্দর' ছবির কাজ! কবে সেটে ফিরবেন সলমনের নায়িকা
সুদীপ পাণ্ডের কেরিয়ার ২০০৭
সালে ভোজপুরি ছবি 'ভোজপুরিয়া ভাইয়া' দিয়ে অভিনয় জীবন শুরু করেন সুদীপ। অ্যাকশন তারকা হিসেবে খুব তাড়াতাড়ি সকলের মনজয় করে নেন। এককথাই বলতে গেলে তিনি ছিলেন ভোজপুরি সিনে-প্রেমিদের হার্টথ্রব। তিনি ‘পেয়ার মে’, ‘বালওয়া’ এবং ‘ধরতি’ -এর মতো অসংখ্য ভোজপুরি ছবিতে কাজ করেছিলেন। ২০১৯ সালে তাঁকে হিন্দি ছবি ‘ভি ফর ভিক্টর’ -এও দেখা যায়। সম্প্রতি ‘পারো পাটনা ওয়ালি’র দ্বিতীয় পর্বের শ্যুটিং শুরু করেছেন তিনি।
আরও পড়ুন: 'এত সমস্যা...', প্রশ্মিতার সঙ্গে বিয়ে হয়েছে এখনও ১ বছর হয়নি, তার মধ্যে কেন এমন লিখলেন অনুপম?