Bhool Bhulaiyaa 2 box office: ‘ভুলভুলাইয়া ২’-এর কালেকশন জেনে নাচছেন কার্তিক! নায়কের কেরিয়ারের সবচেয়ে হিট ছবি
1 মিনিটে পড়ুন . Updated: 16 Jun 2022, 06:31 PM IST- ‘ব্লকবাস্টারের স্ট্যাম্প’ পড়ল কার্তিকের ছবিতে, কত আয় করল ‘ভুলভুলাইয়া ২’?
বক্স অফিসে কার্তিকের ‘ভুল ভুলাইয়া ২’-এর স্বপ্নের দৌড় অব্যাহত। কার্তিক-কিয়ারা জুটির এই ছবি এবার ঢুকে পড়ল ১৭৫ কোটির ক্লাবে। এই হরর কমেডি প্যানডেমিক পরবর্তী সময়ের অন্যতম বড় হিট বলিউডের। দেশের বক্স অফিসে এই ছবির এই বিরাট অঙ্ক আয় নিঃসন্দেহে বড়প্রাপ্তি কার্তিকের কাছে। ধর্মা প্রোডাকশনের ছবি হাতছাড়া হওয়ার পর বেশ কিছুটা চাপে ছিলেন কার্তিক।
বৃহস্পতিবার তরণ আদর্শ জানান, ‘ভুলভুলাইয়া ২’-এর বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ১৭৫ কোটিতে। মোট ২৭ দিনে এই ব্যবসা করেছে ছবি। কার্তিকের কেরিয়ারের সবচেয়ে বড় হিট এই ছবি। এর আগে কার্তিকের সবচেয়ে ব্যবসা সফল ছবি ছিল ‘সোনু কে টিট্টু কি সুইটি’।
আসলে এই ছবির প্রচারে এক ইঞ্চিও জমি ছাড়েননি তারকা, মুক্তির পরেও ছুটে বেড়িয়েছেন দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। গত ২০শে মে মুক্তি পেয়েছিল এই ছবি। তারপর থেকে বক্স অফিসে ছক্কা হাঁকাচ্ছে এই হরর কমেডি। ছবির নয়া কীর্তিতে উচ্ছ্বসিত কার্তিক। তিনি জানান, ‘এবার তো ১৭৫ কোটির হাসি আসবে আমার মুখে। আমি তো নাচছি’।
কার্তিক-কিয়ারা ছাড়াও এই ছবিতে রয়েছেন তাবু, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রার মতো তারকারা।