মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবানি অভিনীত 'ভুলভুলাইয়া ২'। বক্স অফিসে প্রায় দেড়শো কোটি ছুঁই ছুঁই এই ছবি। অনিজ বাজমি পরিচালিত এই হরর কমেডি দর্শক মনে জায়গা করে নিতে সফল হয়েছে। কার্তিক-কিয়ারা ছাড়াও এই ছবিতে রয়েছেন তাবু, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রার মতো অভিনেতারা। সাফল্যে মেতে ছবির গোটা টিম।
ছবির নির্মাতারা সোমবার মুম্বইয়ে সাফল্য পার্টির আয়োজন করেছিলেন। সেখানে ছবির পুরো স্টারকাস্টদের উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। অনেক বলিউড তারকারাও উপস্থিত ছিলেন ছবির সাকক্সেস পার্টিতে। আরও পড়ুন: ১০০ কোটির গণ্ডি ক্রস 'ভুল ভুলাইয়া ২'এর, মাঝ রাতে ভাত-পাপড় খেয়ে উদযাপন কার্তিকের
‘ভুলভুলাইয়া ২’-এর সাকসেস পার্টিতে বেশ প্রাণোচ্ছ্বল দেখাচ্ছিল কার্তিককে। রাজপাল যাদবের সঙ্গে তাঁর দারুণ বন্ডিং দেখা গিয়েছে। কার্তিক আরিয়ান রাজপাল যাদবকে মজা করে কোলে তুলে নিয়েছিলেন মিডিয়ার সামনে। স্ত্রী রাধার সঙ্গে হাজির হয়েছিলেন রাজপাল। হাজির ছিলেন তাবুও। কিন্তু সাকসেস পার্টিতে হাজির ছিলেন না কিয়ারা। দেখুন 'ভুল ভুলাইয়া ২'-এর সাকসেস পার্টির ঝলক-
অক্ষয় কুমার, বিদ্যা বালান, সাইনি আহুজা অভিনীত ভুলভুলাইয়া-র সিক্যুয়েল এই ছবি। দ্বিতীয় সপ্তাহেও দর্শকদের আকর্ষণ ধরে রাখতে সফল কার্তিক আরিয়ানের ‘ভুলভুলাইয়া ২’। গত ২০শে মে মুক্তি পেয়েছিল এই ছবি। ইতিমধ্যেই ১৫০ কোটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে এই ছবি। কার্তিকের কেরিয়ারের দ্বিতীয় সবচেয়ে বেশি ব্যবসা সফল ছবি এটি। এই তরুণ অভিনেতার ‘সোনু কে টিট্টু কী সুইটি’র পর এটিই ১০০ কোটির ক্লাবে একমাত্র ছবি। চলতি বছর তৃতীয় বলিউড ছবি হিসাবে ১০০ কোটির গণ্ডি পার করেছে এই ছবি (দ্য কাশ্মীর ফাইলস এবং গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)।