Singham Again vs Bhool Bhulaiyaa 3 Box Office: দিওয়ালি ২০২৪-এর টক্কর নিঃসন্দেহে ছিল দেখার মতো। মাঝে শোনা গিয়েছিল, সিংঘম এগেইন নাকি মুক্তি পিছিয়ে দেবে। তবে তা হয়নি। আর দেখা গেল, একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেলেন রোহিত শেট্টি অ্যান্ড টিম। কারণ ৩ দিনের বিচারে ভুল ভুলাইয়াকে পিছনে ফেলেছে অজয় দেবগনের কপ ড্রামা।
সিংঘম এগেইনের ৩ দিনের আয় কত?
উৎসবের মরশুমে বেশ মোটা অঙ্কের আয় করে ফেলেছে এই ছবি। রবিবার সিংঘম এগেইনের আয় হয়েছে ৩৫ কোটি। আর যা মিলিয়ে ভারতে এই ছবির মোট সংগ্রহ ১২১ কোটি টাকা। তবে রবিবার একটু হলেও কমল আয়.। কারণ শুক্রবার দিওয়ালির দিন ছবির আয় ছিল ৪৩.৫ কোটি। আর এরপর শনিবারে ২.০৫ শতাংশ কমে ব্যবসা, আয় হয় ৪২.৫ কোটি। sacnilk-এর মতে, ছবিটির বিশ্বব্যাপী সংগ্রহ দাঁড়িয়েছে ১২৫.২ কোটি টাকা।
এই বক্স অফিস সংগ্রহে আপাতত বিজেতা অজয় দেবগনের সিনেমাই। যদিও তাতে আরও রয়েছেন করিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর, রণবীর সিং, টাইগার শ্রফ। এটি সুপারহিট ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। সিংঘম ২০১১ সালে মুক্তি পেয়েছিল, প্রধান চরিত্রে অজয় ছাড়ও অভিনয় করেছিলেন কাজল আগরওয়াল আর প্রকাশ রাজ। তারপরে ২০১৪ সালে সিংহাম রিটার্নস। দুটি প্রজেক্টই বক্স অফিসে হিট হয়েছিল।
পিছিয়ে ভুল ভুলাইয়া ৩
ভুল ভুলাইয়া ৩ এর বিশ্বব্যাপী সংগ্রহ ১০৭ কোটি রুপি। দেখা গেল, রবিবার প্রথম দু দিনের তুলনায় ব্যবসা কমেছে কার্তিক আরিয়ানের হরর কমেডির। তৃতীয় দিনে আয় হয়েছে ৩৩.৫ কোটি। যেখানে শুক্রবার এই ছবি ঘরে তোলে ৩৫.৫ কোটি এবং শনিবারে ৩৭ কোটি। আপাতত তিন দিন মিলিয়ে ভারতীয় বাজারে ছবির আয় হয়েছে ১০৬ কোটি। বলে রাখা ভালো, কেরিয়ারের সবচেয়ে বড় ওপেনিং পেয়েছেন কার্তিক এই সিনেমা দিয়েই।
দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ভুল ভুলাইয়া ৩। বিশেষ করে হরর কমেডি-তে না ভয় আছে, না হাসি, দাবি করছেন হল ফেরত মানুষরা। এমনকী, কার্তিকের অভিনয়ও নাকি পাতে দেওয়ার মতো নয়। সেই হিসেবে, নিজের কাঁধে একাই ছবি টেনেছেন বিদ্যা বালন ও মাধুরী দিক্ষীত।
ভুল ভুলাইয়া ৩ জনপ্রিয় ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। প্রথম অংশটি ২০০৭ সালে মুক্তি পেয়েছিল এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার ও বিদ্যা বালন। দ্বিতীয় পর্ব ভুল ভুলাইয়া ২ (২০২২), ছবিতে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান, কিয়ারা আদবানি এবং টাবু।