চলতি মাসের একদম শুরুতে মুক্তি পেয়েছিল ভুল ভুলাইয়া ৩। দিওয়ালির সময় মুক্তি পাওয়া ছবিটি শুরুর দিকে ঢিমে তালে ব্যবসা করলেও, সময়ের সঙ্গে বেড়েছে আয়ের গতি এবং পরিমাণ। তবে দেখতে দেখতে ২৫ দিনের মাথায় ছবিটি ৪০০ কোটির গণ্ডি টপকে গেল। সুখবর দিলেন খোদ কার্তিক আরিয়ান। বক্স অফিসে কী হাল সবরমতী রিপোর্ট এবং আই ওয়ান্ট টু টকের?
আরও পড়ুন: শোতে গিয়ে ইমন-সোমলতার সাক্ষাৎকার নেওয়া হলেও উপেক্ষিত থাকেন উজ্জয়িনী! প্রতিবাদে সরব লগ্নজিতা
ভুল ভুলাইয়া ৩ ছবিটি ৪০০ কোটি টপকাল
বিশ্বজুড়ে ভুল ভুলাইয়া ৩ ছবিটি ৪০০ কোটির গণ্ডি টপকে গেল। এই হরর কমেডি ছবিটি ৪০৮ কোটি ৫২ লাখ টাকা আয় করেছে বলে এদিন একটি পোস্টার শেয়ার করেন কার্তিক আরিয়ান। সঙ্গে জানাতে ভোলেন না যে এটা একটা ঐতিহাসিক ব্লকবাস্টার। কার্তিক আরিয়ান এই সুখবর ভাগ করে লেখেন, 'সব কিছু সম্ভব যদি দর্শক আপনার পাশে থাকে। আপনার গল্পে বিশ্বাস করে। ধন্যবাদ। ৪০০ কোটি পার।'
প্রসঙ্গত ভুল ভুলাইয়া ৩ ছবিটি ভারতীয় বক্স অফিসে এখনও পর্যন্ত ২৪৮ কোটি আয় করেছে। সেখানেও যে ছবিটি ২৫০ কোটির দোরগোড়ায় দাঁড়িয়ে এবং এই সপ্তাহে সেই মাইলস্টোন টপকে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না।
সিংঘম এগেন ছবিটির বক্স অফিস কালেকশন
অজয় দেবগন অভিনীত সিংঘম এগেন ছবিটি ভারতীয় বক্স অফিসে ২৫ দিনে ২৪০ কোটি ৯০ লাখ টাকা আয় করেছে। উইকেন্ড এলে সামান্য করে ছবির আয় বাড়লেও বক্স অফিসে যে এমনি এই ছবির দৌড় ফুরিয়ে এসেছে সেটা গোটা সপ্তাহের আয়ের দিকে নজর রাখলে বেশ বোঝা যাচ্ছে। যদিও বিশ্বজুড়ে বক্স অফিসে এখনও পর্যন্ত রোহিত শেট্টির কপ ইউনিভার্স ৩৯৭ কোটি ৯৯ লাখ টাকা আয় করেছে।
সবরমতী রিপোর্ট এবং আই ওয়ান্ট টু টক ছবি দুটোর বক্স অফিস কালেকশন
দ্য সবরমতী রিপোর্ট ছবিটি বক্স অফিসে খুব একটা জাঁকিয়ে না বসলেও টুকটুক করে বেশ ভালোই আয় করে চলেছে। বিক্রান্ত মাসে অভিনীত ছবিটি মুক্তির পর ভারতীয় বক্স অফিসে ১১ দিনে ১৯ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে। একাধিক রাজ্যে এই ছবিটিকে ট্যাক্স ফ্রি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: 'ধ্বংসাত্মক হয়েও ইতিবাচক হওয়া যায়', কনসার্টে ভক্তদের বকা দিয়ে কেন এমন বললেন রূপম?
আরও পড়ুন: ফের ইন্ডিয়ান আইডলের মঞ্চে বাংলা গান শুভজিতের, মন জিতলেন মহেশ ভাটের, জয়ের পূর্বাভাস বাদশার
অন্যদিকে অভিষেক বচ্চন অভিনীত আই ওয়ান্ট টু টক ছবিটির বক্স অফিস আয়ের হাল দারুণ শোচনীয়। একেবারেই চলছে যে এই ছবি সেটা সংখ্যার দিকে তাকালেই স্পষ্ট। ৪ দিনে সুজিত সরকার পরিচালিত ছবির মোট আয় মাত্র ১ কোটি ৪৬ লাখ টাকা।