আসছে নতুন ওটিটি প্রোজেক্ট ‘ভূতে বিশ্বাস করেন?’ পরিচালনায় অজিতাভ বরাট। সদ্য মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ভূত আছে কি নেই, বিজ্ঞান-যুক্তি-যুদ্ধ নিয়ে ছবির গল্প।
ছবিতে অভিনয় করছেন শ্রীলেখা মিত্র, শিলাজিৎ মজুমদার, অনিন্দ্য পালুক বন্দ্যোপাধ্যায়, কুশল চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, চন্দ্রাণী দাস, কুশান আচার্য, সোনিয়া সাহা, অনির্বাণ চক্রবর্তী, দীপাঞ্জন বসাক, শর্মিষ্ঠা অধিকারী, পিঙ্কি মজুমদার, তৃষা সেন ও ইন্দ্রা বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন: ৩ বাচ্চাকে রেস্তোরাঁয় প্লেট ভাঙতে বলল ফারহা!‘পরিস্কার কে করবে?’ প্রশ্ন নেটিজেনের
একটি রাতের গল্প দেখানো হবে এই সিনেমায়। যেখানে শ্রীলেখা গল্প বলবেন শিলাজিৎকে। জানা গিয়েছে, ভূতের থেকে সেখানে রহস্যই বেশি থাকবে। পাহাড়ি পথে হঠাৎ গাড়ি খারাপ হয়ে যায় শ্রীলেখা মিত্রের। অন্ধকার, কোথাও যেমন জনবসতি নেই। তবে কিছুদূর এগিয়ে যেতেই চোখে পড়ে সামান্য আলো। সেদিকেই গিয়ে দরজার কড়া নাড়েন শ্রীলেখা। এরপরই বেরিয়ে আসেন শিলাজিৎ। গাড়ি খারাপ হয়ে যাওয়ায় শিলাজিতের কাছে আশ্রয় চান শ্রীলেখা। আরও পড়ুন: ফাল্গুনী শেন পিকক কালেকশনের স্কার্ট-টপে নোরা, উষ্ণতার পারদ চড়াচ্ছেন নেটদুনিয়ায়
ট্রেলার জুড়ে রয়েছে রহস্য এবং সম্পর্কের গল্প। ট্রেলারে দেখা গিয়েছে, শিলাজিৎ একজন পরিচালক। মোজোপ্লেক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিনেমা।
২০২১ সালে অংশুমান বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘১২ সেকেন্ডস’ (12 Seconds) নামের শর্ট ফিল্মে জুটি বেঁধেছিলেন শিলাজিৎ-শ্রীলেখা। তারপর নতুন এই সিনেমায় দেখা যাবে দু’জনকে।