এখন তাঁর ভুবন জোড়া খ্যাতি। গানের জগত মাতিয়ে ইতিমধ্যেই অভিনয়ের দুনিয়াতেও পা রেখেছেন। প্রতিদিনই নিত্যনতুন অবতারে ধরা দিচ্ছেন বাদাম কাকু। বীরভূমের কুড়ালজুলির এই বাসিন্দাকে এখন একডাকে চেনে বাংলা। এবার জনপ্রিয় ইউটিউবার কেশব দে-র সঙ্গে জুটি বেঁধে নতুন মিউজিক ভিডিয়ো নিয়ে হাজির ভুবন বাদ্যকর। টাইমস মিউজিকের ইউটিউব চ্য়ানেলে মুক্তি পেয়েছে এই গান। এছাড়াও সমস্ত শীর্ষ স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি পাওয়া যাবে।
‘আতা গাছে তোতা পাখি, ডামিল গাছে মউ, তোমায় কাঁচা বাদাম দেব, হবে নাকি বৌ?’ গানের হুক লাইন রীতিমতো ভাইরাল। এই গানে কেশব ও ভুবন বাদ্যকরের সঙ্গে দেখা মিলেছে টলিপাড়ার মিষ্টি অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়কে। ক্যামিও অ্যাপিয়ারেন্সে দেখা গিয়েছে বাদাম কাকুর স্ত্রী আদুরীকেও। ভিডিয়োতে ভুবন বাদ্যকরের লুকও রীতিমতো তাক লাগাবে! লাল ধুতি আর সাদা পাঞ্জাবির উপর ব্লেজার পরে বীরভূমের ভূমিপুত্র। গানের তালে তালে বউকে নিয়ে জমিয়ে নাচলেন বাদাম কাকু।
এই গান গেয়ে আপ্লুত বাদা কাকু। তিনি জানিয়েছেন, ‘নতুন মিউজিক ভিডিয়োর শ্যুটিং করে বেশ মজা পেলাম। আশা করছি দর্শকদের এই গানটা ভালো লাগবে’। কেশব দে জানান, ‘ভুবন বাদ্যকরের ব়্যাপিংটা সবার খুব পছন্দ হয়েছে। ভিডিয়োর শ্যুটিং অভিজ্ঞতা দুর্দান্ত, বাদাম কাকু ফের একবার বিয়ে করলেন এই গানের ভিডিয়োয়’।