বাংলা নিউজ > বায়োস্কোপ > সুধীর মিশ্রের নির্দেশ, 'আফওয়া' ছড়াতে একসঙ্গে আসছেন ভূমি-নওয়াজউদ্দিন

সুধীর মিশ্রের নির্দেশ, 'আফওয়া' ছড়াতে একসঙ্গে আসছেন ভূমি-নওয়াজউদ্দিন

নওয়াজউদ্দিন সিদ্দিকি-ভূমি পেদনেকর

বলি-পরিচালক সুধীর মিশ্রের আগামী ছবি 'আফওয়া'-তে এবার জুটি বেঁধে আসছেন ভূমি পেদনেকর এবং নওয়াজউদ্দিন সিদ্দিকি।

প্রখ্যাত বলি-পরিচালক সুধীর মিশ্রের আগামী ছবি 'আফওয়া'-তে এবার অন্যতম মুখ্যচরিত্রে অভিনয় করবেন ভূমি পেদনেকর। ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতেই দেখা যাবে এই বলি-অভিনেত্রীকে। কিছুদিন আগেই ঘোষণা হয়েছে এই ছবির। প্রযোজনার দায়িত্বে রয়েছেন অনুভব সিনহা এবং ভূষণ কুমার। এই প্রথম নওয়াজের সঙ্গে কাজ করছেন ভূমি। সম্প্রতি, এক সাক্ষাৎকারে ভূমি জানিয়েছেন যে বহু বছর ধরেই নওয়াজের সঙ্গে স্ক্রিন শেয়ার করার ইচ্ছা পুষে রেখেছিলেন তিনি। তাই এই 'আফওয়া'-এ কাজ করার সুযোগ এককথায় তাঁর কাছে বহু আকাঙ্খিত ছিল।

মিড ডে-কে দেওয়া সেই সাক্ষাৎকারে এই প্রসঙ্গে ভূমি জানান যে দারুণ বলিষ্ঠ ও জনপ্রিয় অভিনেতা হওয়ার পাশাপাশি দেশের একজন অন্যতম সেরা অভিনেতাও নওয়াজ। অন্যদিকে, সুধীর মিশ্র-র মতো একজন পরিচালকের নির্দেশনায় কাজ করা তাঁর বহুদিনের স্বপ্ন ছিল। ভূমির কথায়, 'যে কোনও অভিনেতা-অভিনেত্রীর স্বল্পন থাকে সুধীর মিশ্রর ছবিতে কাজ করা। এককথায় উনি স্বপ্নের পরিচালক।'

চলতি বছরেই শ্যুটিং শুরু হয়ে যাবে 'আফওয়া'-র। ছবির সিংহভাগ অংশের শ্যুটিং হবে রাজস্থানের আলোয়াড় অঞ্চলে। এই ছবি নিয়ে কথা বলার সময়ে পরিচালক বলেছেন, 'বহু দিন ধরেই এই ছবির গল্প আমার মাথায় ছিল। প্রতিনিয় চেষ্টা করে গিয়েছি এই গল্পের প্রতিটি মোড়ে দর্শকদের বেশি করে চমকে দিতে পারি। পাশাপাশি এই ছবির গল্পও যে ভারি অদ্ভুত, সেই কথাও জোর দিয়ে বলতে চাই। আপ্রাণ চেষ্টা করেছি সেই ব্যাপারে। এবার প্রশ্ন উঠতেই পারে কেন ছবির গল্পকে অদ্ভুতভাবে দর্শকদের সামনে পেশ করতে চাইছি? জবাবে বলব, ওই অদ্ভুত লাগার মধ্যেই রয়েছে সূক্ষ্ম বার্তা, যা ছবি দেখার শেষে মনে তুলে নিয়ে যেতে পারবেন দর্শক। এটুকুই।'

সামান্য থেমে সুধীর মিশ্রর সংযোজন, 'ভূমি এবং নওয়াজ দুজনেই দুর্দান্ত অভিনেতা। ওঁদের জুটি যে ভীষণ ফ্রেশ হবে, একথা আমি নিশ্চিতভাবে বলতে পারি। দর্শকদের বেশ লাগবে। ওঁদের দুজনের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।'

বন্ধ করুন