বড়দিনের উপলক্ষে কোনও সেলিব্রিটি সপরিবারে গেলেন বিদেশে ঘুরতে কাউকে আবার দেখা গেল পার্টি করতে। বড়দিনের প্রাক্কালে প্রায় প্রত্যেক সেলিব্রিটিই নিজেকে সাজান একবারে অন্যরকমভাবে। তারকাদের সেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় হয় ভাইরাল, ঠিক যেমন সম্প্রতি ভূমি পেডনাকরের গ্ল্যামারাস লুক দেখে চোখ কপালে উঠে গেল সোশ্যাল মিডিয়া ইউজারদের।
ভূমির যে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল, সেটি কোন বড়দিনের পার্টি না হলেও সেটি ছিল জ্যাকি ভাগনানির জন্মদিনের পার্টির ক্লিপিং। জ্যাকির জন্মদিনের পার্টিতে অন্যান্য তারকাদের সঙ্গে উপস্থিত হয়েছিলেন ভূমিও। ভূমির সেই লুক সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়।
আরও পড়ুন: যুবরাজের বায়োপিকে মুখ্য ভূমিকায় সিদ্ধান্ত? জল্পনা উসকে কী লিখলেন অভিনেতা?
আরও পড়ুন: ছেলের সামনেই রোম্যান্সে মজে সইফ করিনা! সিক্রেট সান্টার উপহার পেয়ে হাঁ তৈমুর, কী সেটি?
ভূমি যে পোশাকটি পরেছিলেন, সেটি ছিল একটি অফ শোল্ডার সুইটহার্ট নেকলাইন গাউন। ওয়াইন রঙের বডি হাগিং এই পোশাকটি পরে ভূমিকে অসাধারণ দেখতে লাগছিল। স্মার্টনেসের সঙ্গে এই পোশাকটি ক্যারি করছিলেন ভূমি। পোশাকটির সঙ্গে অভিনেত্রী পরেছিলেন মানানসই চোকার নেকলেস, ব্রেসলেট এবং সঙ্গে নিয়েছিলেন একটি ধূসর রঙের একটি ছোট্ট ব্যাগ।
ভূমির পোশাকটির সঙ্গে চোখে পরেছিলেন মানানসই আইস্যাডো, আইলাইন। ব্লাশার, হাইলাইটার এবং বার্গেন্ডি রঙের লিপস্টিকে একটা অসামান্য লুক ক্রিয়েট করেছিলেন তিনি। চুল বেঁধেছিলেন খোঁপা করে। একেবারে সিম্পল একটি লুক ক্রিয়েট করেছিলেন তিনি।
ভূমির এই পোশাকটি যদি আপনারও পছন্দ হয় তাহলে আপনি এটি কিনে নিতে পারেন CB ব্র্যান্ড থেকে। এই পোশাকটির মূল্য আনুমানিক ১৯ হাজার টাকা। আপনি যদি এই পোশাকটি কিনতে চান তাহলে কোম্পানির ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন আপনি।
আরও পড়ুন: পরকীয়া কেচ্ছা থেকে টক্সিক দাম্পত্য! টলিপাড়ায় বছরভর আলোচনায় যে তারকাদের বিচ্ছেদ
প্রসঙ্গত, ‘দাম লাগাকে হাইসা’ সিনেমায় আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করে বলিউডে পদার্পণ করেছিলেন ভূমি। গত বছর ‘দ্যা লেডি কিলার’, ‘থ্যাংক ইউ ফর কামিং’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। আগামী বছর একগুচ্ছ প্রজেক্ট নিয়ে বড় পর্দায় আসতে চলেছেন ভূমি।