বাংলা নিউজ > বায়োস্কোপ > Bhumi Pednekar: সমুদ্র সৈকতে বিকিনিতে ভূমি, ‘বিশ্রী লাগছে’, নেটিজেনের হাতে চরম ট্রোল হলেন নায়িকা

Bhumi Pednekar: সমুদ্র সৈকতে বিকিনিতে ভূমি, ‘বিশ্রী লাগছে’, নেটিজেনের হাতে চরম ট্রোল হলেন নায়িকা

বিকিনিতে ভূমি পেদনেকর

Bhumi Pednekar: বিকিনিতে ভূমির লাস্যের ছটায় মুগ্ধ অনুরাগীরা। অনেক নেটিজেন ছবি দেখে প্রশংসা করেছেন অভিনেত্রীর। একাংশ নেটিজেনের কাছে চরম ট্রোল হলেন নায়িকা।

নতুন বছরে বন্ধুদের সঙ্গে মেক্সিকোর টুলুমে ছুটি কাটিয়েছেন অভিনেত্রী ভূমি পেদনেকর। বিদেশের মাটিতে একেবারে হট লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। সমুদ্রের ধারে বিকিনিতে ধরা দিয়েছেন এই বলি সুন্দরী। 'দম লাগাকে হাইশা' অভিনেত্রীকে বিকিনিতে দেখে কেউ কেউ প্রশংসা করলেও অনেকেই তাঁকে নিয়ে ট্রোল করেছেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে বিকিনি পরে ছবি শেয়ার করেছিলেন ভূমি। সমুদ্র সৈকতের ধারে কখনও শুয়ে থাকতে আবার কখনও দোলনায় আরাম করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। গোলাপি বিকিনিতে ভূমিকে দেখে চমকে গিয়েছেন ভক্তরা। নেটমাধ্যমের পাতায় হু হু করে ভাইরাল হয়েছে নায়িকার এই সাহসী লুক। ছবিগুলি শেয়ার করে ভূমির মন্তব্য ছিল, ‘এ বছর এখন পর্যন্ত, টুলুমে ছুটি কাটাচ্ছি।’

বিকিনিতে ভূমির লাস্যের ছটায় মুগ্ধ অনুরাগীরা। অনেকেই ছবি দেখে প্রশংসা করেছেন অভিনেত্রীর। এক নেটিজেন লিখেছেন, ‘খুব কমই আছে যাঁরা রোগা হয়ে নিজেদের জৌলুসতা হারায় না। ভূমি তাঁদের মধ্যে একজন।’ কারও মন্তব্য, ‘দুর্দান্ত ছবি, পুরো বদলে ফেলেছে নিজেকে।’ আরও পড়ুন: ‘দেশের জন্য কী করতে…’, শাহরুখ-জনের ফাটিয়ে অ্য়াকশন, মুক্তি পেল ‘পাঠান’-এর ট্রেলার

তবে এই ছবি পোস্ট করে চরম ট্রোলের শিকারও হয়েছেন ভূমি। অনেকেই পোস্টে ট্রোল করে লিখেছেন, ‘জনি লিভারের মেয়ের মতো লাগছে।’ কেউ লিখেছেন, ‘বিশ্রী’। কারও মন্তব্য, ‘ধীরে ধীরে কেমন হয়ে যাচ্ছে ও, বাজে লাগছে।’

বিভিন্ন শেডের চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত বলিউড অভিনেত্রী ভূমি পেদনেকর। সামাজিক প্রেক্ষাপটের উপর তৈরি ছবিতে বেশিরভাগ অভিনয় করেছেন তিনি। তবে একাধিক প্রোজেক্টে সাহসী দৃশ্যে ভূমির অভিনয় নিয়ে জোর চর্চা হয়েছে।

সম্প্রতি মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে 'লাস্ট স্টোরিজ'-এর শ্যুটিংয়ের সময়কার অভিজ্ঞতা শেয়ার করেছেন ভূমি। অভিনেত্রী বলেছেন, ঘরভর্তি লোকের সামনে অন্তরঙ্গ দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে প্রচণ্ড নার্ভাস হয়ে গিয়েছিলেন তিনি। ভূমির কথায়, ‘ঘরভর্তি মানুষের মধ্যে সবথেকে যতটা নগ্ন হওয়া যায় ততটা নগ্ন হতে হয়েছিল আমাকে। তাই একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। আমার কাছে সুরক্ষার জন্য টুকরো কাপড় ছিল। প্রযুক্তিগতভাবেও সমস্ত সহায়তা ছিল। কিন্তু তবুও, নীল এবং আমাকে মুখোমুখি বসতে হয়েছিল। নিজেদের সীমানাটুকু বেঁধে নিয়েছিলাম আমরা।'

 

বন্ধ করুন